logo
বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ঘোষণা


ঢাকা: বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার-২০১৩ এর বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে। মহান একুশে বইমেলা উদ্বোধনের দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন।


বৃহস্পতিবার বিকালে বাংলা একাডেমির নতুন ভবনের চতুর্থ তলায় এক সংবাদ সম্মেলনে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। নাম ঘোষণা করেন বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান।


বাংলা একাডেমি পুরস্কার বিজয়ীরা হলেন, হেলাল হাফিজ (কবিতা), পুরবী বসু (কথা ও সাহিত্য), মফিদুল হক (প্রবন্ধ), জামিল চৌধুরী ও প্রভাংশ ত্রিপুরা (গবেষণা), কায়সার হক (অনুবাদ), হারুন হাবিব (মুক্তিযুদ্ধ ভিত্তিক সাহিত্য), মাহফুজুর রহমান (আত্মজীবনী, স্মৃতিকথা ও ভ্রমনকাহিনী),  শহিদুল ইসলাম (বিজ্ঞান প্রযুক্তি ও পরিবেশ), কাইজার চৌধুরী ও আসলাম সানী (শিশু সাহিত্য)।


সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বাংলা একাডেমির পরিচালক সাহিদা খাতুন, আব্দুল হাই, সচিব আলতাফ হোসেন প্রমুখ।


ঢাকাটাইমস/ এসকে


 


 

সম্পাদক : আরিফুর রহমান

যোগাযোগ : ৪৪, ইস্কাটন গার্ডেন (নিচতলা), রমনা, ঢাকা-১০০০ ফোন : ৮৩১৪৯০১, ৮৩১৮৮৬৭, ফ্যাক্স : +৮৮-০২-৮৩১৮০৪৩

ই-মেইল : [email protected], [email protected] নিউজের জন্য : [email protected]