ঢাকা: ঈদের দিন পার হয়ে গেলেও এর রেশ থেকে যায় সপ্তাহজুড়ে। আর ঈদ উৎসবকে ঘিরে সব সময়ই দেশী চ্যানেলগুলোর সপ্তাহব্যাপী সিনেমা, বিশেষ নাটক, টেলিফিল্ম, ম্যাগাজিন অনুষ্ঠান, সংগীতানুষ্ঠানসহ বিভিন্ন আয়োজন থাকে। এবারও তার ব্যতিক্রম হচ্ছেনা। পাঠকদের উদ্দেশ্যে আজকের ঈদের চতুর্থ দিনের ছোট পর্দার যত ঈদ আয়োজন দেয়া হলো-
নাটক ও টেলিছবি: চ্যানেল আইতে আজ বিকেল ৪টা ৩০ মিনিটে প্রচার হবে টেলিছিবি 'তবুও আমারে দেবো না ভুলিতে'। লিখেছেন আজাদ আবুল কালাম, পরিচালনা আরিফ খান। আরও অভিনয় করেছেন ফেরদৌসী মজুমদার, রওনক হাসান, সানজিদা প্রীতি প্রমুখ। আরটিভিতে আজ রাত ৯টা ২০ মিনিটে প্রচার হবে নাটক 'লটারি'। লিখেছেন মাহবুব বাপ্পী। পরিচালনা করেছেন জাহিদ হাসান। 'কিছুটা ভালোবাসার গল্প' নাটকের দৃশ্যে তিশা ও নিশো। ইরাজ আহমেদের রচনায় এটি পরিচালনা করেছেন মোন্তাসির বিপন।
মাছরাঙা টিভিতে আজ রাত সাড়ে ১০টায় প্রচার হবে নাটকটি। 'সুখের ছাড়পত্র' নাটকে মিথিলা ও তাহসান। এনটিভিতে আজ রাত ৮টা ১০ মিনিটে বিরতিহীন ভাবে প্রচার হবে এটি। লিখেছেন যৌথভাবে আশফাক নিপুণ ও জাহিদুল হক অপু। পরিচালনায় আশফাক নিপূণ। 'বালা' নাটকে সজল ও চাঁদনী। বিটিভিতে আজ রাত সাড়ে ৮টায় প্রচার হবে এটি। লিখেছেন কামনা সিমা, পরিচালনায় নুজহাত আলভী আহমেদ। একুশে টিভিতে আজ রাত সাড়ে ১১টায় প্রচার হবে নাটক 'অন্য এক রাতের গল্প'। বাবর জাহান হোসেনের রচনায় এটি পরিচালনা করেছেন শামীম রেজা জুয়েল। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আফরান নিশো, জাকিয়া বারী মম, ইশরাত জাহান নিশো প্রমুখ।
দেশ টিভিতে রাত ৭টা ৪৫ মিনিটে দিবে 'সেলফিবাজ' নাটকটি। ওয়াসিম সিতারের রচনা ও পরিচালনায় এতে অভিনয় করেছেন মিথিলা, মিশু সাবি্বর ও শবনম ফারিয়া। 'হৃদ মাঝারে রাখিব' নাটকে শ্যামল মাওলা ও ডিজে সনিকা। মাতিয়া বানু শুকুর রচনা ও পরিচালনায় এটি আজ বিকেল ৩টায় এসএ টিভিতে প্রচার হবে। এতে আরও অভিনয় করেছেন শম্পা রেজা।
জিটিভিতে আজ রাত সাড়ে ৭টায় প্রচার হবে নাটক 'দ্য মিস্ট্রি অব টাইম'। গোলাম মুক্তাদির শানের পরিচালনায় এতে অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন, ফারাহ রুমা প্রমুখ। মাতাল হাওয়া বৈশাখী টিভিতে আজ রাত ৮টা ৪০ মিনিটে প্রচার হবে 'তোমার গল্পে সবার ঈদ' প্রতিযোগিতার নির্বাচিত নাটক 'মাতাল হাওয়া'। গল্প ওসমান সজীব ও রূপান্তর, পরিচালনায় আশফাক নিপুণ। অভিনয়ে শখ, আবির মির্জা, হেলাল, রাশেদা চৌধুরী ও আইরিন। এশিয়ান টিভিতে আজ বিকেল ৩টা ৪০ মিনিটে প্রচার হবে নাটক '২৪ আওয়ার লাইভ'। জসীম মনের পরিচালনায় এতে অভিনয় করেছেন কল্যাণ কোরাইয়া, ইশানা, জারা, শাফাত প্রমুখ। 'মলিনার একরাত্রি' নাটকে রিচি সোলায়মান ও ইন্তেখাব দিনার। রচনা সৈয়দ মনজুরুল ইসলাম, পরিচালনায় আবুল হায়াত। এটিএন বাংলায় আজ রাত ৮টা ৫০ মিনিটে প্রচার হবে। বাংলাভিশনে আজ দুপুর ২টা ১০ মিনিটে প্রচার হবে টেলিছবি 'ফুসমন্তর'। এটি রচনা ও পরিচালনা করেছেন মাসুদ সেজান। অভিনয়ে রিয়াজ, বাঁধন, ডা.এজাজ, মিশু সাবি্বর, শামীমা নাজনীন প্রমুখ।
এনটিভিতে আজ রাত ১১টা ১৫ মিনিটে প্রচার হবে টেলিছবি 'এয়ার বেন্ডার'। পরিচালনায় তানিম রহমান অংশু। অভিনয়ে অপূর্ব, তারিক আনাম খান, সুজানা, রোজা পারমিতা দে, সিয়াম, শার্লিন ও শ্যামল মাওলা। 'বন্ধু তুমি বন্ধু আমার' টেলিছবিতে তারিন। এসএ হক অলিকের রচনা ও পরিচালনায় আরও অভিনয় করেছেন অপূর্ব। এটিএন বাংলায় আজ বিকেল ৩টা ১০ মিনিটে প্রচার হবে এটি।মাছরাঙা টিভিতে আজ রাত ৮টা ৫০ মিনিটে প্রচার হবে নাটক 'চাঁদ ও বামনের গল্প'। রচনায় জাকারিয়া সৌখিন, পরিচালনায় মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। অভিনয়ে সোনিয়া হোসেন ও মাজনুন মিজান।
সঙ্গীতানুষ্ঠান: এসএ টিভিতে আজ রাত সাড়ে ১১টায় প্রচার হবে সঙ্গীতানুষ্ঠান 'সময় শুধু গান শোনাবার'। এন্ড্রু কিশোরের চিরসবুজ কিছু গান নিয়ে সাজানো এ অনুষ্ঠানে গাইবেন বৃষ্টি, অপু, আরিফ ও রাজিব। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন আশরাফ উজ জামান ও কামরুজ্জামান রঞ্জু। দেশ টিভিতে আজ রাত ৯টা ৪৫ মিনিট থেকে সরাসরি সম্প্রচার করা হবে সঙ্গীতানুষ্ঠান 'কল-এর গান'। আজ সঙ্গীত পরিবেশন করবে পশ্চিমবঙ্গের আলোচিত ব্যান্ড ফকিরা। সুমনা সিদ্দিকীর প্রযোজনায় অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন তানিয়া হোসেন।সুর কারিগর বাংলাভিশনে আজ বিকেল ৫টা ১৫ মিনিটে প্রচার হবে সুরকার ও সঙ্গীত পরিচালক আলাউদ্দিন আলীর কালজয়ী গান নিয়ে অনুষ্ঠান 'সুর কারিগর' [পর্ব-২]। রুমানা মালিক মুনমুনের উপস্থাপনায় এতে গান পরিবেশন করেছেন সুবীর নন্দী, কনক চাঁপা, রফিকুল আলম, মৌটুসী, মিমি আলাউদ্দিন ও মুহিন।
আফজাল হোসেন ও তার প্রিয় মুখ আরটিভিতে আজ সন্ধ্যা ৭টা ১০ মিনিটে প্রচার হবে আড্ডা অনুষ্ঠান 'আফজাল হোসেন ও তার প্রিয় মুখ'। এতে অংশ নিয়েছেন আফজাল হোসেন, তানভীন সুইটি, নোবেল, অপি করিম, ও সজল। আড্ডা ও আলোচনায় উঠে এসেছে তাদের সংস্কৃতি অঙ্গনে কাজ করার নানা অভিজ্ঞতার কথা। এছাড়াও তারকারা শুনিয়েছেন ব্যক্তি ও তারকা জীবনের নানা গল্প। সোহেল রানা বিদ্যুতের প্রযোজনায় এটি উপস্থাপনা করেছেন তানিয়া আহমেদ।
(ঢাকাটাইমস/২১জুলাই/এমএন)