ঢাকা: ১৯৭১ সালের ৭ মার্চ। ঢাকার তৎকালীন রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান) স্বাধীনতার ডাক দিতে মঞ্চে উঠেন বাঙ্গালি জাতির মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। মঞ্চে উঠে বর্জকণ্ঠে বঙ্গবন্ধু ডাক দিলেন স্বাধীনতার। বললেন, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। তার এই ঘোষণার সঙ্গে সঙ্গে গোটা জাতি ঝাঁপিয়ে পড়ল মুক্তির সংগ্রাম। বঙ্গবন্ধুর ভাষণের ছবি বিশ্বময় ছড়িয়ে দিতে যিনি অবদান রেখেছেন সেই চিত্রগ্রাহক জি জেড এম এ মবিন আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)।
সোমবার দুপুর একটার দিকে রাজধানীর মিরপুরের আজমল হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।
মরহুমের জামাতা মুশফিক মাহবুব শুভ্র জানান, তিনি দীর্ঘদিন ধরে ক্যান্সার, ডায়াবেটিস ও ফুসফুসের রোগে ভুগছিলেন। বাদ মাগরিব জানাজা শেষে তাকে আজিমপুর কবরস্থানে দাফন করা হবে।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের কালজয়ী ভাষণের ভিডিওচিত্র ধারণ করে ইতিহাসের অংশ হয়ে গেছেন মবিন। স্বাধীনতার পর তিনি বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর (ডিএফপি) থেকে বঙ্গবন্ধুর ক্যামেরাম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তিনি ডিএফপির জ্যেষ্ঠ প্রযোজক হিসেবে অবসর নেন।
(ঢাকাটাইমস/২৫জুলাই/এমআর)