প্রথম বারের মতো এ বছর ঈদ উপলক্ষে ৮ দিনব্যাপী বিশেষ অনুষ্ঠান প্রচার করবে এটিএন বাংলা। বিশেষ এই আয়োজনে মোট ১৬টি পূর্ণদৈর্ঘ্য বাংলা ছায়াছবি প্রচারিত হবে। ছায়াছবিগুলো ঈদের আগের দিন থেকে শুরু করে সপ্তম দিন পর্যন্ত সকাল ১০টা ৩০ মিনিট এবং দুপুর ৩টা ১০ মিনেটে প্রচার হবে।
এই ১৬টি ছায়াছবির মধ্যে ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার হবে ১০টি ছবি। প্রতি বছরই এটিএন বাংলা দর্শকদের জন্য একাধিক পূর্ণদৈর্ঘ্য বাংলা ছায়াছবির টিভি প্রিমিয়ার প্রচার করে থাকে। এ ধারাবাহিকতায় এবার ১০টি ছবি প্রথমবারের মতো দর্শকরা টিভি পর্দায় দেখতে পাবেন কেবল মাত্র এটিএন বাংলার পর্দায়।
ছবিগুলো হলো- ভুল যদি হয়, রাজাবাবু, সুইট হার্ট, ছিন্নমূল, প্রেম মানেনা বাধা, ফুল অ্যান্ড ফাইনাল, খোদার পরে মা, আজব প্রেম, ভালবাসা এক্সপ্রেস এবং আমার চ্যালেঞ্জ।
ঈদের দিন সকাল ১০টা ৩০ মিনিটে প্রচার হবে চাষী নজরুল ইসলাম পরিচালিত ‘ভুল যদি হয়’। ছবিটিতে অভিনয় করেছেন সম্রাট, আলিশা প্রধান ও ইমন। দুপুর ৩টা ১০ মিনিটে প্রচার হবে বদিউল আলম খোকন পরিচালিত চলচ্চিত্র ‘রাজাবাবু’। এতে অভিনয় করেছেন শাকিব, অপু, ববি, সোহেল রানা।
ঈদের পরদিন দুপুর ৩টা ১০মিনিটে প্রচার হবে ওয়াজেদ আলী সুমনের ‘সুইটহার্ট’। ছবিটিতে অভিনয় করেছেন বাপ্পী, মিম, রিয়াজ ও দিতি।
ঈদের তৃতীয় দিন সকাল ১০টা ৩০ মিনিটে প্রচার হবে মারুফ ও অরিন অভিনীত এবং কাজী হায়াৎ পরিচালিত ‘ছিন্নমূল’। দুপুর ৩টা ১০ মিনিটে প্রচার হবে সাফী ইকবালের ‘প্রেম মানেনা বাধা’। এতে অভিনয় করেছেন শাকিব, অপু, সোহেল রানা প্রমুখ।
ঈদের চতুর্থ দিন দুপুর ৩টা ১০ মিনিটে প্রচার হবে ওয়াজেদ আলী সুমনের ‘ফুল অ্যান্ড ফাইনাল’। এতে অভিনয় করেছেন শাকিব ও ববি।
ঈদের পঞ্চম দিন দুপুর ৩টা ১০ মিনিটে প্রচার হবে শাহীন সুমনের ‘খোদার পরে মা’। এতে অভিনয় করেছেন শাকিব খান, সাহারা, ববিতা ও মিশা সওদাগর।
ঈদের ষষ্ঠ দিন দুপুর ৩টা ১০ মিনিটে প্রচার হবে ওয়াজেদ আলী সুমনের ‘আজব প্রেম’। অভিনয়ে বাপ্পী, আঁচল, মিশা সওদাগর ও ওমর সানি।
ঈদের সপ্তম দিন সকাল ১০টা ৩০মিনিটে প্রচার হবে প্রচার হবে সাফি উদ্দিন সাফির ‘ভালবাসা এক্সপ্রেস’। ছবিটিতে অভিনয় করেছেন শাকিব খান ও অপু বিশ্বাস। এছাড়া দুপুর ৩টা ১০ মিনিটে মিনিটে প্রচার হবে ছায়াছবি ‘আমার চ্যালেঞ্জ’। বদিউল আলম খোকন পরিচালিত চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন শাকিব খান, সাহারা, কাজী হায়াৎ, প্রবীর মিত্র, মিশা সওদাগর প্রমুখ।
(ঢাকাটাইমস/২সেপ্টেম্বর/এজেড)