logo ০৬ মে ২০২৫
অ্যাপস জানিয়ে দেবে লাইভ কনসার্টের খবর
টেলিকম ডেস্ক, ঢাকা টাইমস
০৯ অক্টোবর, ২০১৩ ১৪:২৯:০৩
image


ঢাকা: নাচতে যেতে ইচ্ছে করছে, জামা-কাপড় পরে তৈরি, কিন্তু কোথায় যাওয়া যায়? এই সমস্যাটা কিন্তু নতুন নয়৷ প্রযুক্তির উন্নতির কারণে এমন কিছু ‘অ্যাপ’ বেরিয়েছে যেগুলো এই সমস্যা থেকে মুক্তি দিতে পারে৷

 

আপনার প্রিয় শিল্পী এবং ডিস্কো জকি বা ডিজে-র অনুষ্ঠানসূচি জানতে চান, কোনো সমস্যা নেই৷ কেননা এখন আপনার এ ধরনের সব চাহিদা মেটাতে প্রস্তুত এ সংক্রান্ত অ্যাপস৷ বিটগাইড নামক একটি অ্যাপ যাত্রা শুরু করেছে এ বছরের মে মাসে৷ এই অ্যাপে বিশ্বের ৩০ হাজার সংগীত শিল্পী এবং তাঁরা কোন কোন শহরে অনুষ্ঠান করবেন, তার সব তথ্য রয়েছে৷ বার্লিন, প্যারিস, অ্যামস্টারডাম, কেপটাউনসহ বিশ্বের বিভিন্ন দেশের কনসার্ট আয়োজনের খবর আছে এখানে৷

 

বার্সেলোনা থেকে বার্লিন – আপনি যে শহরেই বাস করেন না কেন, যদি ইলেকট্রনিক সংগীতের ভক্ত হন, তবে এই অ্যাপের মাধ্যমে চাইলেই আপনার প্রিয় শিল্পীর কনসার্টের ভেন্যু, তারিখ এবং স্থান সম্পর্কে জানতে পারবেন৷ এমনকি কবে কোন শহরে কোন শিল্পী কনসার্ট করতে আসবেন – সেসব তথ্যও থাকবে আপনার হাতের মুঠোয়৷ সাউন্ডক্লাউড-এর মাধ্যমে সেসব খুব সহজেই লিংক পৌঁছে যাবে আপনার মুঠোফোনে৷

 

তবে বার্লিনে তৈরি বিটগাইড-এর মাধ্যমে আপনি নিজের পছন্দের গান বা মিউজিক ভিডিও আপলোড করে পৌঁছে যেতে পারেন সারা বিশ্বের মানুষের কাছে৷ হয়ে যেতে পারেন জনপ্রিয় তারকা৷ এই মুহূর্তে অবশ্য বার্লিনে বিটগাইড-এর সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী ‘রেসিডেন্ট এডভাইসর' নামের একটি ওয়েবসাইট, যা শহরের সব ধরনের পার্টি বা অনুষ্ঠানের খবরাখবর রাখে৷

 

ব্যান্ডসিনটাউন এমন একটি অ্যাপ যেটা আপনাকে আপনার এলাকায় ‘লাইভ মিউজিক' শোনার সুযোগ করে দিতে পারে৷ এছাড়া, সংকিক নামের একটি অ্যাপ আপনার পছন্দের ব্যান্ড কখন কোথায় কনসার্ট করবে, তার সব খবর দ্রুত পৌঁছে দিতে সক্ষম আপনার কাছে৷

 

এখানেই শেষ নয়, ডিজেলিস্ট এমন একটি অ্যাপ যার মাধ্যমে আপনার পছন্দের ডিজের নতুন নতুন ট্র্যাক শোনার সুযোগ হবে আপনার৷ এমনকি নতুন নতুন ডিজের ট্র্যাক শোনারও ব্যবস্থা থাকছে এখানে৷

 

রয়েছে স্থানভিত্তিক অ্যাপ্লিকেশন গিডড্রপার, যার মাধ্যমে একটি নির্দিষ্ট সময়ে বিশ্বের যে জায়গায় লাইভ মিউজিক হচ্ছে, সেখান থেকে সরাসরি আপনাকে মিউজিক শোনার সুযোগ করে দেবে৷

 

মেকলাইট হচ্ছে আরো একটি অ্যাপ যার মাধ্যমে এর ব্যবহারকারীরা বিভিন্ন ব্যান্ডের সাথে যোগ দিতে পারবে, তাদের সমর্থন করতে পারবে৷ এমনকি ফোনের মাধ্যমে চাইলে আপনি নিজের ছবিও দেখতে পারবেন, সেই ‘ইভেন্ট'-এ সত্যিকার অর্থে উপস্থিত না থেকেই৷

 

(ঢাকাটাইমস/০৯ অক্টোবর/টেলিকম/এজেড/১৩.০১ঘ.)