বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমদ বলেছেন, সমঝোতার জন্য আমরা দুই দলকেই সর্বোচ্চ চাপ দিব। কারণ সমঝোতা না হলে দেশের মানুষের ক্ষতি হবে। দেশের অর্থনীতি হুমকির মুখে পড়বে। তিনি বলেন, একতরফা নির্বাচন ঠিক হবে না। কারণ এটা দেশের জন্য মঙ্গলজনক নয়। এছাড়া আগামী নির্বাচনে বড় দুই দলের নির্বাচনি ইশতেহার যেন হয় ব্যবসা বান্ধব, সে বিষয়টি আমরা তাদের কাছে তুলে ধরছি। দেশের বিরাজমান সার্বিক পরিস্থিতি নিয়ে ঢাকাটাইমস টোয়েন্টিফোর ডটকমের সঙ্গে সাক্ষাৎকারে এসব কথা বলেন কাজী আকরাম। তার সাক্ষাৎকার নিয়েছেন প্রতিবেদক তানিম আহমেদ। নিচে তার সাক্ষাৎকার তুলে ধরা হলো।
ঢাকাটাইমস: বিরোধী নেত্রী বেগম খালেদা জিয়ার সাথে কি কথা বলেছিলেন?
কাজী আকরাম উদ্দিন আহমদ: সমকালীন রাজনৈতিক সমস্যার সমাধানের জন্য তার সাথে আমরা কথা বলেছিলাম। আমরা বেগম জিয়াকে বলেছিলাম আমরা দক্ষিণ এশিয়ার দুই বড় দেশ ভারত এবং পাকিস্তান থেকে অনেক এগিয়ে যাচ্ছি কিন্তু বর্তমানে যে পরিস্থিতি চলছে তাতে আমাদের অর্থনীতি ধ্বংস হযে যাচ্ছে। আমরা তাদের থেকে পিছিয়ে যাচ্ছি।আমরা বেগম জিয়াকে বলেছিলাম দ্রুত সমাধান এবং নি:শর্ত আলোচনা বসতে বিরোধীদলীয় নেত্রী আমাদের কথা দিয়েছেন দুই দলের মহাসচিব পর্যায়ে নি:শর্ত আলোচনায় বসার।
ঢাকাটাইমস: হরতাল নিয়ে প্রতিবারই আপনারা উদ্যোগ নেন-এটা ভালো, কিন্তু রাজনৈতিক দলগুলোর তো বোধদয় হয় না- এ ব্যাপারে আপনি কি বলবেন?
কাজী আকরাম উদ্দিন আহমদ: রাজনীতি দল গুলো ক্ষমতা নিয়ে রাজনীতি করে। কিন্তু তারা অর্থনীতির কথা চিন্তা করেনা। কিন্তু আমরা তাদের বুঝাতে চেষ্টা করতেছি দেশের অর্থনীতির ক্ষতি হয় এমন কর্মসূচি না দেয়। আমরা আশা করি রাজনৈতিক দল গুলো দেশের ক্ষতি হয় এমন কর্মসূচি দিবে না।কারন তারা রাজনীতি করে দেশের মানুষের জন্য।
ঢাকাটাইমস: আপনারা ব্যবসায়ীরাও আজ দু’ভাগে বিভক্ত?
কাজী আকরাম উদ্দিন আহমদ: আমরা ব্যবসার স্বার্থে সবাই সকল ব্যবসায়ী ঐক্যবদ্ধ। রাজনীতি করা সবার গণতান্ত্রিক অধিকার তাই যে কেউ যে কোন দল করতে পারবে।আবার আমাদের অনেক ব্যবসায়ী নেতা বিভিন্ন রাজনৈতিক দলের সাথে সরাসরি জড়িত। কিন্তু ব্যবসার ব্যাপার আসলে আমরা সবাই ঐক্যবদ্ধ। বিরোধীদলের নেত্রীর সাথে দেখা করেছিরাম ৫০ সদ্যসের একটা দল যারা হয়ত তারা বিভিন্ন দল করতে পারে্। কিন্তু ব্যবসার স্বার্থে আমরা সবাই ঐক্যবদ্ধ।
ঢাকাটাইমস: আমরা শুনেছি আগামী ৭ নভেম্বর প্রধানমন্ত্রীর সাথে আপনারা দেখা করবেন, দেখা করে আপনারা কি বলবেন?
কাজী আকরাম উদ্দিন আহমদ: খালেদা জিয়া আমাদের যে কথা বলেছিলেন তা আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো। আমরা সব ব্যবসায়ী নেতার সাথে কথা বলে ঠিক করবো। আমরা আশা করি এই সংকটের একটা সমাধান হবে।
ঢাকাটাইমস: সমঝোতা না হলে কি করবেন?
কাজী আকরাম উদ্দিন আহমদ: সমঝোতার জন্য আমরা দুই দল কে সর্বোচ্চ চাপ দিব। কারণ সমঝোতা না হলে দেশের মানুষের ক্ষতি হবে। একতরফা নির্বাচন ঠিক হবে না। কারণ এটা দেশের জন্য মঙ্গলজনক হবে না। আবার হরতালের মত ধ্বংসাত্মক কর্মসূচি দেশের জন্য মঙ্গলজনক নয়। আমরা বড় দুই দলের কাছে দাবী জানায় আগামী নির্বাচনে তাদের নির্বাচনি ইশতেহার যেন হয় ব্যবসা বান্ধব।