logo ২৫ আগস্ট ২০২৫
সরকারের প্রথম দিন চাঙ্গা পুঁজিবাজার
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৩ জানুয়ারি, ২০১৪ ১৭:৩৬:১৯
image

ঢাকা: সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার দেশের উভয় পুঁজিবাজারে সূচক ও লেনদেনের পরিমাণ বেড়েছে। একই সঙ্গে বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর।


এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন আগের কার্যদিবস থেকে ৩০ কোটি টাকা বেড়েছে। ডিএসইতে আজকে বছরের সবচেয়ে বেশি লেনদেন হয়েছে। সকাল সাড়ে ১০টায় সূচকের উত্থানে লেনদেন শুরু হয়। যা অব্যাহত থেকেই শেষ হয়েছে লেনদেন।


ডিএসই ব্রড ইনডেক্স ১৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে চার হাজার চারশ’ ৫৪ পয়েন্টে। ডিএসইতে মোট দুইশ’ ৯১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে একশ’ ৫৯টি, কমেছে একশ’ তিনটি আর অপরিবর্তিত রয়েছে ২৯টি কোম্পানির শেয়ারের। টাকার পরিমাণে মোট লেনদেন হয়েছে ছয়শ’ ৫০ কোটি ৬৭ লাখ টাকার।


দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ৪৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে আট হাজার সাতশ’ ৭৮ পয়েন্টে। সিএসইতে মোট দুইশ’ ৩০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে একশ’ ১৮টির, কমেছে ৯০টির আর অপরিবর্তিত রয়েছে ২২টি কোম্পানির শেয়ারের। টাকার পরিমাণে মোট লেনদেন হয়েছে ৬৭ কোটি ৭৭ লাখ টাকার।


রবিবার ডিএসই’র ব্রড ইনডেক্স বেড়েছিল ২৯ পয়েন্ট। এদিন মোট লেনদেন হয় ছয়শ’ ১৯ কোটি ৫৪ লাখ টাকার।


(ঢাকাটাইমস/১৩ জানুয়ারি/এজে)