logo ২২ আগস্ট ২০২৫
পুঁজিবাজারে উর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন চলছে
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২০ এপ্রিল, ২০১৪ ১১:৫১:২১
image

ঢাকা: সপ্তাহের প্রথম দিন আজ রবিবার উভয় পুঁজিবাজারে  ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন চলছে। লেনদেন শুরুর প্রথম ঘণ্টায় মূল্যসূচক তুলনামূলক বেশি বাড়তে দেখা গেছে। এ ছাড়া টাকার অংকেও লেনদেন ছিল ভালো।



সকাল সাড়ে ১১টায় দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৪০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪৬৩৯ পয়েন্টে। আলোচ্য সময়ে লেনদেন হওয়া ২৩৮টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৬৬টির, কমেছে ৪৮টির আর অপরিবর্তিত রয়েছে ২৪টি কোম্পানির শেয়ার দর। টাকার অংকে লেনদেন হয়েছে ১১০ কোটি ২৫ লাখ ১৬ হাজার টাকা।


বৃহস্পতিবার ডিএসইর ব্রড ইনডেক্স অবস্থান করে ৪৫৯৮ পয়েন্টে। এদিন লেনদেন হয় ৪৪৪ কোটি ৮ লাখ ৭২ হাজার টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট।


সকাল সাড়ে ১১টা পর্যন্ত সবচেয়ে বেশি শেয়ার লেনদেন হয়েছে লাফার্জ সুরমা সিমেন্টের। আলোচ্য সময়ে এ কোম্পানির ১৭ লাখ ২৮ হাজার ৫০০টি শেয়ার লেনদেন হয়েছে, টাকার অংকে যা ১২ কোটি ১৭ লাখ ৮১ হাজার ৬০০ টাকা।


সকাল সাড়ে ১১টায় অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ মূল্যসূচক ৩৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৮৯০৫ পয়েন্টে।


আলোচ্য সময়ে লেনদেন হওয়া ১২৬টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮২টির, কমেছে ৩১টির আর অপরিবর্তিত রয়েছে ১৩টি কোম্পানির শেয়ার দর। টাকার পরিমাণে মোট লেনদেন হয়েছে ৭ কোটি ৬১ লাখ টাকা।


 



(ঢাকাটাইমস/২০এপ্রিল/জেএস)