হজ নিবন্ধন ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৫ ফেব্রুয়ারি, ২০১৫ ১৭:২৭:১৭
ঢাকা: হজযাত্রী নিবন্ধনের সময় ৫ ফেব্রুয়ারির পরিবর্তে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়িয়েছে সরকার।
বৃহস্পতিবার বিকেলে ধর্ম মন্ত্রণালয় থেকে এ বিষয়ে একটি আদেশ জারি করা হয়েছে।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২২ সেপ্টেম্বর (৯ জিলহ্জ) পবিত্র হজ অনুষ্ঠিত হবে। বাংলাদেশ থেকে এবার এক লাখ এক হাজার ৭৫৮ জন হজ পালন করতে পারবেন।
সৌদি সরকার ইলেকট্রনিক হজ ব্যবস্থাপনার কারণে এবার কয়েক মাস আগে হজের টাকা জমা নেওয়া হচ্ছে। মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী সরকারি ব্যবস্থাপনার হজযাত্রীরা ৫১ হাজার ৬৯০ টাকা ও বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রীরা ৪৮ হাজার ৩৩১ টাকা দিয়ে নিবন্ধন করতে পারবেন। হজ প্যাকেজের বাকি টাকা ১০ জুনের মধ্যে জমা দিতে হবে।
(ঢাকাটাইমস/৫ফেব্রুয়ারি/জেবি)