logo ১৮ মে ২০২৫
গোপালগঞ্জে তিনদিনের ইজতেমা সম্পন্ন

গোপালগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
২৪ অক্টোবর, ২০১৫ ১৫:৩০:৫৭
image

গোপালগঞ্জ: গোপালগঞ্জে তাবলিগ জামাতের তিনদিনের ইজতেমা সম্পন্ন হয়েছে।


গোপালগঞ্জের মরা মধুমতির তীরে মানিকদাহ এলাকায় বৃহস্পতিবার শুরু হওয়া এই ইজতেমা শনিবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে সম্পন্ন হয়।


দুপুর সাড়ে ১২টায় লক্ষাধিক মুসল্লি এ আখেরি মোনাজাতে অংশ নেন। মোনাজাতে দেশ ও জাতির শান্তি ও সুখ-সমৃদ্ধি কামনা করা হয়।


মোনাজাত পরিচালনা করেন ঢাকার কাকরাইল মসজিদের মুরব্বী হাফেজ মাওলানা জুবায়েদ আহমদ।


প্রসঙ্গত, টঙ্গীর তুরাগ তীরে অনুষ্ঠিত বিশ্ব ইজতেমায় সারা দেশের মুসল্লিদের অংশগ্রহণের সুযোগ আর থাকছে না। এজন্য জেলাভিত্তিক ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে।


(ঢাকাটাইমস/২৪অক্টোবর/জেবি)