logo ২১ এপ্রিল ২০২৫
টানা চতুর্থ দিনের মতো দরপতন
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০২ মার্চ, ২০১৬ ১৬:৫৯:১৫
image



ঢাকা: চলতি সপ্তাহে টানা চারদিন ধরে দরপতন হচ্ছে পুঁজিবাজারে। আজ বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) কমেছে সূচক। তবে দুই বাজারেই বেড়েছে লেনদেনের পরিমাণ।






ওয়েবসাইট সূত্রে জানা যায়, ডিএসইতে আজ ৫৭৮ কোটি ৪৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিনের চেয়ে প্রায় ১৩৭ কোটি ৮০ লাখ টাকা বেশি। গতকাল এ বাজারে লেনদেন হয়েছিল ৪৪০ কোটি ৬৩ লাখ টাকা।






এদিন ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩১১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১০৪টির, কমেছে ১৬৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৪টির শেয়ার দর।






বুধবার ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স সূচক ২১ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৪৬২ পয়েন্টে। এদিকে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৮৩ পয়েন্টে। ডিএস৩০ সূচক ২ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৭১৩ পয়েন্টে।






টাকার পরিমাণে ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা দশ কোম্পানি হচ্ছে- ওরিয়ন ফার্মা, লংকাবাংলা ফিন্যান্স লিমিটেড, সিঙ্গার বাংলাদেশ, গ্রামীণফোন, সামিট পাওয়ার লিমিটেড, বেক্সিমকো ফার্মা, ইফাদ অটোস, ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্টিবিউশন কোম্পানি, স্কয়ার ফার্মাসিউটিক্যালস এবং কাশেম ড্রাইসেলস।






এদিকে আজ সিএসইতে সার্বিক সূচক সিএএসপিআই ৮২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩ হাজার ৭৬০ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৩৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৭৩টির, কমেছে ১২৫টির  এবং অপরিবর্তিত রয়েছে ৩৬টির।






(ঢাকাটাইমস/০২মার্চ/জেবি)