চিড়িয়াখানার শূন্যপদের নিয়োগ পরীক্ষা স্থগিত
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৬ এপ্রিল, ২০১৬ ১৯:১০:১২
ঢাকা: প্রাণিসম্পদ অধিদপ্তরের আওতায় মিরপুর জাতীয় চিড়িয়াখানা’র ৩য় ও ৪র্থ শ্রেণির শূন্যপদে জনবল নিয়োগের লিখিত পরীক্ষা অনিবার্যকারণে স্থগিত করা হয়েছে।
আগামী ৮ এপ্রিল, শুক্রবার সকাল ১১টায় ১৬ ইন্দিরা রোডস্থ তেজগাঁও কলেজে এ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সে লক্ষ্যে প্রার্থীদের মাঝে প্রবেশপত্রও প্রদান করা হয়েছিল।
স্থগিতকৃত লিখিত এ পরীক্ষা গ্রহণের নতুন তারিখ ও সময়সূচি পরবর্তী সময়ে প্রাণিসম্পদ অধিদপ্তরের নোটিশবোর্ড, ওয়েবসাইট (www.dls.gov.bd) এবং জাতীয় দৈনিক জনকণ্ঠ পত্রিকায় প্রকাশ করা হবে।
লিখিত পরীক্ষা গ্রহণের জন্য পরবর্তী সময়ে কোনো প্রবেশপত্র জারি করা হবে না, ইতোমধ্যে জারিকৃত প্রবেশপত্রই কার্যকর থাকবে।
প্রাণিসম্পদ অধিদপ্তর স্থগিতকৃত এ পরীক্ষার নিয়োগ বিজ্ঞপ্তি গত ৮ ফেব্রুয়ারি জারি করে।
(ঢাকাটাইমস/০৬এপ্রিল/এইচআর/জেবি)