logo ০৬ এপ্রিল ২০২৫
অলিম্পিকে আজকের ইভেন্ট
ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
২১ আগস্ট, ২০১৬ ০৮:৫৬:৫৪
image



বিদায়ের সুর বাজছে রিও অলিম্পিকে। ইতোমধ্যে ১৫তম দিনের খেলা শেষ হয়েছে। ২২ আগস্ট মারাকানায় শুরু হবে সমাপনী অনুষ্ঠান। অর্থাৎ বাংলাদেশ সময় কাল ভোরের দিকে শেষ হবে এবারের অলিম্পিক। এক নজরে বাংলাদেশ সময় অনুযায়ী অলিম্পিকে আজ কী কী ইভেন্ট রয়েছে তা জেনে নেয়া যাক।






সোনার লড়াই 






অ্যাথলেটিক্স : ছেলেদের ম্যারাথন (সন্ধ্যা ৬.৩০)। বাস্কেটবল : ছেলেদের ফাইনাল যুক্তরাষ্ট্র-সার্বিয়া (রাত ১২.৪৫)। 






বক্সিং : মেয়েদের মিডলওয়েট, ছেলেদের ফ্লাইওয়েট, লাইট ওয়েল্টার ও সুপার হেভিওয়েট (রাত ১১টা, ১১.১৪, ১২টা, ১২.১৫)। 






সাইক্লিং : ছেলেদের ক্রস কান্ট্রি (রাত ৯.৩০)। 






হ্যান্ডবল : ছেলেদের ফাইনাল ডেনমার্ক-ফ্রান্স (রাত ১১টা)। 






রিদমিক জিমন্যাস্টিকস : গ্রুপ অল-অ্যারাউন্ড ফাইনাল (রাত ৮টা)। 






ভলিবল : ছেলেদের ফাইনাল ব্রাজিল-ইতালি (রাত ১০.১৫)। 






কুস্তি : ছেলেদের ৬৫ কেজি ও ৯৭ কেজি ফাইনাল।






সমাপনী অনুষ্ঠান : (আগামীকাল ভোর ৪-৫০ মিনিট)। 






(ঢাকাটাইমস/২১আগস্ট/এএম)