‘ইসলামি শিক্ষার অভাবেই উগ্রবাদের সৃষ্টি’
ঢাকাটাইমস ডেস্ক
২২ আগস্ট, ২০১৬ ১৬:০৬:১১

ইসলাম শান্তি ও সৌহার্দের ধর্ম। বিশৃঙ্খলা, উগ্রতা ও নৈরাজ্যের কোনো স্থান ইসলামে নেই। প্রকৃত ইসলামি শিক্ষার অভাবেই মূলত উগ্রবাদের সৃষ্টি বলে মনে করেন বিশিষ্ট ইসলামি স্কলাররা।
'সন্ত্রাস ও জঙ্গিবাদ: কারণ ও প্রতিকার' শীর্ষক এক গোলটেবিলে এমন অভিমত ব্যক্ত করেছেন তারা। গত শুক্রবার 'একাডেমিক কাউন্সিল অফ সিনিয়র ইসলামিক স্কলার বাংলাদেশ' নামক একটি সংগঠন তানযীমুল উম্মাহ'র আশুলিয়া ক্যাম্পাসের সভাকক্ষে এই গোলটেবিলের আয়োজন করে।
গোলটেবিলে বৈঠকে সন্ত্রাস ও উগ্রবাদের বিরুদ্ধে সচেতনতামূলক বই ও লিফলেট প্রকাশের প্রস্তাব পেশ করা হয়। এছাড়া দেশের আলেমসমাজকে বিশ্বব্যপী চলমান সন্ত্রাসবাদের বিষয়ে সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানানো হয়।
গোলটেবিলে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি, এশিয়ান ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক ও জনপ্রিয় টিভি আলোচক ড. মুহাম্মাদ সাইফু্ল্লাহ। অনুষ্ঠান পরিচালনা করেন তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান হাবীবুল্লাহ মুহাম্মাদ ইকবাল। এতে উপস্থিত ছিলেন ড. লুকমান, ড. মীর মনজুর মাহমুদ, টিভি ব্যক্তিত্ব শায়খ শাহ ওলীউল্লাহ, দাম্মাম ইসলামিক সেন্টারের ইসলাম প্রচারক শায়খ আহমাদুল্লাহ, ড. আবুল কালাম আযাদ বাশার, রিয়াদ ইসলামিক সেন্টারের শায়খ মুস্তাফিজুর রহমান, টিভি উপস্থাপক মুফতি সাইফুল ইসলাম, মাওলানা মাওলানা শাহ আলম নূর, মাওলানা আলী আকবর, কিং সাঊদ বিশ্ববিদ্যালয়ের পিএইডি গবেষক নুরুল্লাহ তা'রিফ প্রমূখ।
(ঢাকাটাইমস/২২আগস্ট/জেবি)