logo ০৪ এপ্রিল ২০২৫
ন্যাশনাল ও রূপালী লাইফের এজিএম ২৬ সেপ্টেম্বর
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৬ সেপ্টেম্বর, ২০১৬ ১৯:২৫:৩৮
image



পুঁজিবাজারে তালিকাভুক্ত দুটি বিমা প্রতিষ্ঠানের বার্ষিক সাধারণ সভা (এজিএম) ২৬ সেপ্টেম্বর সোমবার অনুষ্ঠিত হবে। কোম্পানি দুটি হলো ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স ও রূপালী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড।






ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।






জানা যায়, ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০১৫ হিসাব বছরের জন্য ২০ শতাংশ নগদ ও ২০ শতাংশ স্টক লভ্যাংশ সুপারিশ করেছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের পরিচালনা পর্ষদ। লভ্যাংশ ও অন্যান্য এজেন্ডা অনুমোদনে ২৬ সেপ্টেম্বর বেলা ১১টায় রাজধানীর কারওয়ান বাজারে এনএলআই টাওয়ারে শেয়ারহোল্ডারদের বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করেছে কোম্পানি। এজন্য রেকর্ড ডেট ছিল ১০ আগস্ট।






২০১৪ হিসাব বছরের জন্য ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স ৪৫ শতাংশ নগদ লভ্যাংশ দেয়। ২০১৩ সালে দেয় ২০ শতাংশ নগদ ও ৩৮ শতাংশ বোনাস শেয়ার।






২৬ সেপ্টেম্বর বেলা ১১টায় রাজধানীর আইডিইবি ভবনে রূপালী লাইফ ইন্স্যুরেন্সের বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০১৫ হিসাব বছরের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ সুপারিশ করেছে রূপালী লাইফের পর্ষদ। রেকর্ড ডেট ছিল ২৩ আগস্ট। দীর্ঘমেয়াদে জীবন বীমা কোম্পানিটির ঋণমান ‘এ থ্রি’।






সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি হিসাব বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) রূপালী লাইফের নিট বীমা তহবিল ৭ কোটি ৫০ লাখ ৬০ হাজার টাকা বেড়ে দাঁড়ায় ৩৭৪ কোটি ৫৫ লাখ ৯০ হাজার টাকা। ২০১৫ সালের প্রথম ছয় মাসে তাদের তহবিল বেড়েছিল ৩ কোটি ৩৫ লাখ টাকা।






ডিএসইতে বৃহস্পতিবার রূপালী লাইফ শেয়ারের সর্বশেষ দর ১ দশমিক ৯৭ শতাংশ বা ৬০ পয়সা বেড়ে দাঁড়ায় ৩১ টাকা ১০ পয়সায়। গত এক বছরে শেয়ারটির সর্বোচ্চ দর ছিল ৪৫ টাকা ৫০ পয়সা ও সর্বনিম্ন ২৭ টাকা ৯০ পয়সা।






২০০৯ সালে তালিকাভুক্ত রূপালী লাইফের পরিশোধিত মূলধন ২৭ কোটি ৭৩ লাখ ৯০ হাজার টাকা। কোম্পানির মোট শেয়ারের মধ্যে উদ্যোক্তা-পরিচালক ৩৩ দশমিক ৮৮ শতাংশ, প্রতিষ্ঠান ২৫ দশমিক ৪১ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে বাকি ৪০ দশমিক ৭১ শতাংশ শেয়ার।






(ঢাকাটাইমস/১৬সেপ্টেম্বর/জেবি)