logo ১৮ এপ্রিল ২০২৫
বিতর্কের পর হিলারি-৬২%, ট্রাম্প-২৭%
আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
২৭ সেপ্টেম্বর, ২০১৬ ১৩:০১:১৮
image



যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনের আগে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প এবং ডেমোক্রেট প্রার্থী হিলারি ক্লিনটনের মধ্যে অনুষ্ঠিত প্রথম বারের মুখোমুখি বিতর্কে হিলারি ক্লিনটন জয়ী হয়েছেন।






বিতর্কের পর সিএনএন এবং ওআরসির এক জরিপে বলা হয়েছে, বিতর্কে হিলারি পক্ষে ভোট পড়েছে ৬২ শতাংশ এবং ট্রাম্পের পক্ষে ২৭ শতাংশ।






বাংলাদেশ সময় আজ মঙ্গলবার সকালে ডেমোক্রেটিক পার্টির হিলারি ক্লিনটন ও রিপাবলিকান পার্টির ডোনাল্ড ট্রাম্প প্রথম পরস্পরের মুখোমুখি বিতর্কে অংশ নেন। ৯০ মিনিটের এই বিতর্কে সঞ্চালকের দায়িত্ব পালন করেন এনবিসি টিভির লেস্টর হল্ট। হিলারি ও ট্রাম্প আরও দুটি বিতর্কে মিলিত হবেন।






(ঢাকাটাইমস/২৭সেপ্টেম্বর/এসআই)