জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক চতুর্থ বর্ষের ফল প্রকাশ
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২৭ সেপ্টেম্বর, ২০১৬ ১৬:৩৩:২৩
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৪ সালের স্নাতক-সম্মান চতুর্থ বর্ষের চূড়ান্ত পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে আজ। এতে ৯৯ হাজার ৫৭০ জন পাস করেছে। এবার পাসের হার ৮১ দশমিক ১৯ শতাংশ। ২৮টি বিষয়ে পরীক্ষায় অংশ নিয়েছিলো ৩১৮টি কলেজের এক লাখ ২৩ হাজার ২৫৫ জন শিক্ষার্থী।
পরীক্ষার্থীরা এসএমএসের মাধ্যমে সন্ধ্যা সাতটা থেকে ফলাফল জানতে পারবেন। এজন্যে যেকোনো মোবাইল অপারেটর থেকে মেসেজ অপশনে গিয়ে nu<space>hp4<space> roll লিখে ১৬২২২ নম্বরে Send করতে হবে। ফিরতি মেসেজে জানিয়ে দেয়া হবে ফল। এছাড়া বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট
www.nu.edu.bd I
www.nubd.info থেকে ফল জানা যাবে।
ঢাকাটাইমস/২৭সেপ্টেম্বর/এজেড/এমএইচ