logo ১১ এপ্রিল ২০২৫
মৌলভীবাজারের তিন রাজাকারের প্রতিবেদন দাখিল ২৯ নভেম্বর
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২৭ সেপ্টেম্বর, ২০১৬ ১৬:৫৫:২০
image



একাত্তরে মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের মামলায় মৌলভীবাজারের তিন রাজাকারের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৯ নভেম্বর ধার্য করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রাষ্ট্রপক্ষের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি আনোয়ারুল হকের নেতৃত্বাধীন তিন সদস্যর ট্রাইব্যুনাল মঙ্গলবার এ দিন ধার্য করেন। রাষ্ট্রপক্ষে শুনানি করেন প্রসিকিউটর সাবিনা ইয়াসমিন মুন্নী।






এই তিনজন হলেন- আব্দুল আজিজ ওরফে হাবুল (৬৩),  আব্দুল মন্নান (৬৪) ও আব্দুল মতিন (৬১)। তাদের মধ্যে আব্দুল মতিন পলাতক রয়েছেন।






গত ২৯ ফেব্রুয়ারি এ তিনজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল। পরোয়ানা জারির পর গত ১ মার্চ মৌলভীবাজারের বড়লেখা থানা পুলিশ আব্দুল আজিজ ওরফে হাবুল এবং আব্দুল মন্নানকে গ্রেপ্তার করে। এ দুইজন বর্তমানে কারাগারে রয়েছেন।






ট্রাইব্যুনাল সূত্র জানায়, আসামিদের মধ্যে আব্দুল আজিজ ও আব্দুল মতিন সহোদর। তারা একাত্তরে ছাত্রলীগ করতেন। মুক্তিযুদ্ধ শুরু হলে এ দুই সহোদর মুক্তিযুদ্ধের প্রশিক্ষণ নিতে ভারতের বারপুঞ্জিতে যান। কিন্তু প্রশিক্ষণরত অবস্থায় তারা পালিয়ে এসে রাজাকার বাহিনীতে যোগ দেন। অপর আসামি আব্দুল মান্নান একাত্তরে স্থানীয় মুসলিম লীগের নেতা ছিলেন। তাদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধকালে ধর্ষণ, অপহরণ, লুট, অগ্নিসংযোগের মতো মানবতাবিরোধী অপরাধের অভিযোগ রয়েছে।






(ঢাকাটাইমস/২৭সেপ্টেম্বর/এমএবি/জেবি)