logo ০৪ এপ্রিল ২০২৫
কর্মবিরতি স্থগিত
চট্টগ্রাম বন্দরে কনটেইনার জট
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
৩০ সেপ্টেম্বর, ২০১৬ ১৪:০২:১১
image



আগামী ৪ অক্টোবর পর্যন্ত চট্টগ্রামে কনটেইনার পরিবহনকারী গাড়ির মালিক ও শ্রমিকদের কর্মবিরতি স্থগিত করা হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম পুলিশ কমিশনার ইকবাল বাহার চৌধুরীর বাসভবনে এক বৈঠকে ঐক্য পরিষদের সদস্যসচিব আবু বকর সিদ্দিক কর্মবিরতি স্থগিতের ঘোষণা দেন।






১৬ আগস্ট সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এক প্রজ্ঞাপনে গাড়িভেদে পণ্য পরিবহনের পরিসীমা বেঁধে দেয়। প্রজ্ঞাপন অনুযায়ী, ১৪ চাকার প্রাইম মুভার ট্রেইলার (গাড়ি ও কনটেইনারের ওজনসহ) সর্বোচ্চ ৩৩ টন পরিবহন করতে পারবে। এর বেশি হলে স্তর ভেদে দুই থেকে সর্বোচ্চ ১২ হাজার টাকা পর্যন্ত জরিমানা নির্ধারণ করা হয়।






এর প্রতিবাদে ও প্রজ্ঞাপন স্থগিতের দাবিতে কর্মবিরতি পালনের ডাক দেয় চট্টগ্রাম প্রাইম মুভার ট্রেইলার মালিক শ্রমিক ঐক্য পরিষদ। তাদের কর্মবিরতির কারণে কনটেইনার খালাস না হওয়ায় গতকাল বৃহস্পতিবার সকাল পর্যন্ত চট্টগ্রাম বন্দরে ৪০ হাজার ২৫০টি কনটেইনার জমা হয়।






শুক্রবার সমস্যা সমাধানে সিএমপির পুলিশ কমিশনারের সঙ্গে বৈঠক করে মালিক-শ্রমিকরা ৪ অক্টোবর পর্যন্ত কর্মবিরতি স্থগিত করেন।






(ঢাকাটাইমস/৩০সেপ্টেম্বর/এমআর)