logo ০৭ মে ২০২৫
বাংলাদেশ ব্যাংকের ৩০১ কর্মকর্তাকে পদোন্নতি
নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
০২ সেপ্টেম্বর, ২০১৩ ১৪:২৯:৫০
image


ঢাকা: বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন পর্যায়ে ৩০১ জন কর্মকর্তাকে পদোন্নতি দেয়া হয়েছে। রবিবার বাংলাদেশ ব্যাংকের গভর্নর সচিবালয়ের মহাব্যবস্থাপক এএফএম আসাদুজ্জামান এর সত্যতা নিশ্চিত করেছেন।

 

নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, এবার এক সঙ্গে দুইজনকে উপমহাব্যস্থাপক (ডিজিএম) থেকে মহাব্যবস্থাপক করা হয়েছে। তারা হলেন- প্রভাষ চন্দ্র মল্লিক ও মোশাররফ হোসেন খান। সাধারণ ব্যাংকিং বিভাগে ৩৫ জনকে ডিজিএম করা হয়েছে। একই পদে পদোন্নতি পেয়েছেন পরিসংখ্যান বিভাগের পাঁচজন। যুগ্ম-পরিচালক  (জেডি) পদে সাধারণ বিভাগে সর্বোচ্চ সংখ্যক ৯৪ জনকে পদোন্নতি দেওয়া হয়েছে, যারা উপপরিচালক পদে ছিলেন। ক্যাশ বিভাগের ১৫ জন উপপরিচালক (ডিডি) যুগ্ম-পরিচালক পদে দায়িত্ব পেয়েছেন।

 

উপপরিচালক পদে সাধারণ ব্যাংকিং শাখার পদোন্নতি পেয়েছেন ৮৫ জন। আর ক্যাশের ৩১ জন, প্রকৌশল বিভাগের দুইজন, গবেষণা শাখার আটজন, লাইব্রেরির দুইজন এবং প্রযুক্তি শাখার একজন।

 

ডিসপেন্সারি থেকে একজনকে সহকারী পরিচালক হিসেবে পদোন্নতি দেওয়া হয়েছে। অন্যদিকে, কর্মকর্তা হিসেবে পদোন্নতি পেয়েছেন প্রকৌশল শাখার দুই কর্মকর্তা।