logo ০৭ মে ২০২৫
জিএসপির অগ্রগতি জানা যাবে নভেম্বরে
নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
০২ সেপ্টেম্বর, ২০১৩ ১৪:৩২:০১
image


ঢাকা: আমেরিকার বাজারে স্থগিত হওয়া জিএসপি সুবিধা ফিরে পেতে আগামী ডিসেম্বরে আবারও শুনানি হবে। এর জন্য মার্কিন প্রশাসন বাংলাদেশের জন্য একটি কর্মপরিকল্পনাও দিয়েছে। তবে আগামী নভেম্বরের আগে এ বিষয়ে কোনো অগ্রগতি জানানো সম্ভব হবে না। সকালে শ্রম মন্ত্রণালয়ে গার্মেন্টস শিল্প-সম্পর্কিত মন্ত্রিসভা কমিটির চতুর্থ বৈঠক শেষে শ্রমসচিব মিকাইল শিপার এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন।

 

শ্রমসচিব বলেন, গার্মেন্টস শিল্পসংক্রান্ত মন্ত্রিসভা কমিটির কাজে গতি বাড়াতে আজ বাণিজ্যসচিবের নেতৃত্বে আরও একটি কমিটি গঠিত হয়েছে। এই কমিটিতে শিল্প, শ্রম, স্বরাষ্ট্র ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব ছাড়াও তৈরি পোশাক খাতে শিল্পমালিকদের সংগঠন বিজিএমইএ, বিকেএমইএ, বিইএ ও শ্রমিক প্রতিনিধিরা থাকবেন।

 

তৈরি পোশাক শিল্পকারখানার ভবন ও অগ্নিনিরাপত্তা নিশ্চিত করার কাজ কতটুকু এগিয়েছে, জানতে চাইলে শ্রমসচিব বলেন, সেপ্টেম্বরের ১৫ তারিখ থেকে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) একটি বিশেষজ্ঞ দল কাজ শুরু করবে। তবে দলটি ঠিক কোন কোন কারখানা পরিদর্শন করবে, সে বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি বলে তিনি জানান।

 

শ্রমসচিব বলেন, ‘অ্যাকর্ড ও অ্যালায়েন্স ১৭৫০টি কারখানা পরিদর্শন করবে। এগুলো বাদ দিয়ে আমরা পরিদর্শনের কাজ করব। অ্যাকর্ড ও অ্যালায়েন্স এখনো কারখানার তালিকা আমাদের দেয়নি।’

 

রানা প্লাজা ধসের পর বাংলাদেশে শ্রমিক নিরাপত্তা পরিস্থিতির উন্নয়নে নজরদারি ও সহযোগিতার আশ্বাস দেয় উত্তর আমেরিকার ১৭টি ব্র্যান্ড। ১০ জুলাই তারা গঠন করে দি অ্যালায়েন্স ফর ওয়ার্কার্স সেফটি ইন বাংলাদেশ। অন্যদিকে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর খ্যাতনামা ব্র্যান্ড, শ্রমিক স্বার্থরক্ষাকারী সংগঠন, বেসরকারি উন্নয়ন সংস্থা গঠন করে দি অ্যাকর্ড অন ফায়ার অ্যান্ড বিল্ডিং সেফটি ইন বাংলাদেশ।

 

এদিকে ওবামা প্রশাসনের প্রস্তাবিত কর্মপরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রে অগ্রগতি কতটা সে সম্পর্কে শ্রমসচিব বলেন, ‘প্রথম পদক্ষেপ এখনো পেরোনো সম্ভব হয়নি’।

 

গত ২৭ জুন মার্কিন প্রশাসন যুক্তরাষ্ট্রের বাজারে জিএসপি-সুবিধা স্থগিত করে। এরপর ১৯ জুলাই জিএসপি ফিরে পেতে একটি কর্মপরিকল্পনা প্রকাশ করে যুক্তরাষ্ট্র সরকার।