logo ০৬ মে ২০২৫
রবির থ্রিজি প্যাকেজ
টেলিকম প্রতিবেদক, ঢাকা টাইমস
০৬ অক্টোবর, ২০১৩ ১১:৩৮:২৭
image


ঢাকা: তৃতীয় প্রজন্মের মোবাইল ফোন সেবা থ্রিজি’র প্যাকেজ ঘোষণা করেছে বেসরকারি  মোবাইল সেবা দাতা প্রতিষ্ঠান রবি আজিয়াটা লিমিটেড। গত বৃহস্পতিবার বিটিআরসি’র কাছ থেকে থ্রিজির ট্যারিফ অনুমোদন করিয়ে নেবার পর প্রতিষ্ঠানটি আনুষ্ঠানিক ভাবে থ্রিজির প্যাকেজ ঘোষণা করলো।

 

বিটিআরসির অনুমোদিত রবি’র   থ্রিজি প্যাকেজে  ৫১২  কেবিপিএস গতির বান্ডেল  ২০০ এমবি’র মূল্য ধরা হয়েছে  ১০০ টাকা, ৭৫ এমবির জন্য ৫০ টাকা এবং ৪০ এমবির জন্য ৩০ টাকা।  এর মেয়াদ হবে যথাক্রমেস ৭, ৩ ও ১ দিন।

 

১ এমবিপিএস গতির ইন্টারনেট বান্ডেলের জন্য ৩.৫ জিবি’র  মূল্য ঠিক করা  হয়েছে ১২৫০ টাকা।  ১.৫ জিবি ৫৫০ টাকা এবং ৭০০ এমবি ৩০০ টাকা।  এ তিনটি প্যাকেজের মেয়াদ হবে ৩০ দিন।

 

অন্যদিকে,  ৫০০ এমবি  ২০০ টাকা, ৩০০ এমবি ১৫০ টাকা। এর মেয়াদ ১৫ দিন।  ২৫০ এমবি ১৩০ টাকা, ১৫০ এমবি ৮০ টাকা। এর  মেয়াদ ৭ দিন। ১০০ এমবি  ৬০ টাকা। মেয়াদ ৩ দিন। ৬০ এমবি ৪০ টাকা  মেয়াদ ১ দিন। ৫০ এমবি ৪০ টাকা  এবং ২০ এমবি ২০ টাকা।  এটি প্রতি ঘণ্টার জন্য প্রযোজ্য।  

 

 ২ এমবিপিএস গতির  ইন্টারনেট বান্ডেল  ২ জিবি ৮০০ টাকা। মেয়াদ ৩০ দিন। ৬৫০ এমবি ২৫০ টাকা।  মেয়াদ ১৫ দিন।

 

৪ এমবিপিএস গতির ইন্টারনেট বান্ডেল ৫.৫ জিবি। যার মূল্য ১৯০০ টাকা। মেয়াদ ৩০ দিন।

 

ভিডিও কলের ক্ষেত্রে  প্রতি ১০ সেকেন্ড  ০.৫৫ পয়সা । এর সঙ্গে যুক্ত হবে ১৫ শতাংশ ভ্যাট।    

 

(ঢাকাটাইমস/৬ অক্টোবর/টেলিকম/এজেড/১১.২১ঘ.)