logo ২৬ আগস্ট ২০২৫
সূচক ও লেনদেন কমে সপ্তাহ শেষ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২১ নভেম্বর, ২০১৩ ০৯:৪৫:৩৩
image

ঢাকা:টানা ছয় কার্যদিবস সূচক ঊর্ধ্বমুখী থাকার পর বৃহস্পতিবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের নিম্নমুখী প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। দিন শেষে উভয় স্টক এক্সচেঞ্জে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম কমার পাশাপাশি সূচক কমেছে। একই সঙ্গে লেনদেনও কমেছে উভয় বাজারে।


বৃহস্পতিবার ডিএসইতে টেক্সটাইল খাতের লেনদেন হয়েছে মোট লেনদেনের প্রায় ২৩ শতাংশ, জ্বালানি খাতের অবদান ১২ শতাংশ, মিউচ্যুয়াল ফান্ড তিন শতাংশ ও টেলিকমিউনিকেশন খাত প্রায় পাঁচ শতাংশ, আর্থিক প্রাতিষ্ঠান খাত চার শতাংশ, ব্যাংক ১১ শতাংশ, ওষুধ ও রসায়ন খাত ১০ শতাংশ, প্রকৌশল ১১ শতাংশ, খাদ্য ও আনুষঙ্গিক চার শতাংশ এবং ইন্সুরেন্স খাতের অবদান পাঁচ শতাংশ।


ডিএসই’র ওয়েবসাইট সূত্রে জানা গেছে, এদিন ডিএসই মোট লেনদেন হয়েছে সাতশ’ ২৮ কোটি ১১ লাখ টাকার। গত বুধবার লেনদেন হয় আটশ’ ৮৯ কোটি টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড।


এদিন লেনদেন শুরুর প্রথম ৫ মিনিট পর সকাল ১০টা ৩৫ মিনিটে ডিএসই’র সাধারণ সূচক গত কার্যদিবসের চেয়ে কোনো পরিবর্তন হয়নি। বেলা ১০টা ৪০ মিনিটে সূচক চার পয়েন্ট কমে যায়। ১০টা ৪৫ মিনিটে সূচক ৩৬ পয়েন্ট, বেলা ১০টা ৫০ মিনিটে সূচক ৪৫ পয়েন্ট, ১০টা ৫৫ মিনিটে সূচক ৩০ পয়েন্ট, বেলা ১১টায় ডিএসইএক্স সূচক ২৩ পয়েন্ট, দুপুর ১২টায় সূচক ২৫ পয়েন্ট, দুপুর ১টায় সূচক ৩৭ পয়েন্ট এবং লেনদেন শেষে ডিএসইএক্স সূচক ৪৩ পয়েন্ট কমে অবস্থান করে চার হাজার তিনশ’ ৯৫ পয়েন্টে।


এদিকে, লেনদেন শেষে ডিএসই-৩০ সূচক ১২ পয়েন্ট কমে অবস্থান করে এক হাজার পাঁচশ’ ৪৩ পয়েন্টে।


লেনদেন শেষে ডিএসইতে একশ’ ৭৫টি প্রতিষ্ঠানের দাম ও সাধারণ সূচক কমেছে ৪৩ পয়েন্ট। লেনদেন হয়েছে সাতশ’ ২৮ কোটি ১১ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।


ডিএসইতে আজ দুইশ’ ৮৬টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে একশ’ ৭৫টির দাম কমেছে, বেড়েছে ৯১টির আর অপরিবর্তিত রয়েছে ২০টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।


ডিএসইতে আজ লেনদেনের শীর্ষে ছিল বস্ত্র খাতের কোম্পানি জেনারেশন নেক্সট ফ্যাশন। আজ এই প্রতিষ্ঠানের ৩৮ কোটি টাকার শেয়ার লেনদেন হয়। এছাড়া আরএন স্পিনিং, স্কয়ার ফার্মা, গ্রামীণফোন, বেক্সিমকো, মেঘনা পেট্রোলিয়াম, বেঙ্গল উইন্ডসর, প্যারামাউন্ট টেক্সটাইল, মালেক স্পিনিং, যমুনা অয়েল প্রভৃতি লেনদেনের শীর্ষে উঠে আসে।


দেশের অন্য পুঁজিবাজার সিএসইতেও লেনদেন কমেছে। এদিন সিএসইতে মোট লেনদেন হয়েছে ৮৫ কোটি ১২ লাখ টাকা। গত বুধবার লেনদেন হয় ৮৯ কোটি ১৯ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড।


সিএসইতে আজ  দুইশ’ ২৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড হাতবদল হয়েছে। এর মধ্যে একশ’ ৪৭টির দাম কমেছে, বেড়েছে ৬৬টির আর অপরিবর্তিত রয়েছে ১৪টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।


(ঢাকাটাইমস/২১ নভেম্বর/এএসএ/এজে)