logo ২৪ আগস্ট ২০২৫
টানা ২য় দিনে পতনে সূচক
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২৮ জানুয়ারি, ২০১৪ ১৫:৩০:৫৮
image

ঢাকা: টানা দ্বিতীয় দিনে সূচকের পতন হয়েছে ঢাকা ও চট্টগ্রাম উভয় শেয়ারবাজারে। একই সঙ্গে কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। আর টাকার পরিমাণে লেনদেনও আগের কার্যদিবস থেকে কমেছে।


প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক কমেছে ৪৫ পয়েন্ট আর লেনদেন কম হয়েছে ৭৯ কোটি টাকা। সকাল সাড়ে ১০টায় সূচকের উত্থানে শুরু হয়। যা লেনদেনের মাত্র ৪০ মিনিটে পতনে রূপ নেয়। আর এ পতন অব্যাহত থেকেও শেষ হয়েছে লেনদেন।


ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্রড ইনডেক্স ৪৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৪৭০৬ পয়েন্টে। ডিএসইতে মোট ২৯২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে।


এর মধ্যে দর বেড়েছে ৭৬টি, কমেছে ১৮১টি আর অপরিবর্তিত রয়েছে ৩৫টি কোম্পানির শেয়ারের। টাকার পরিমাণে মোট লেনদেন হয়েছে ৫৯৩ কোটি ২৮ লাখ টাকার।


চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ৪৮ পয়েন্ট কমেছে অবস্থান করছে ৯২৯৩ পয়েন্টে। সিএসইতে মোট ২২৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে।


এর মধ্যে দর বেড়েছে ৬০টির, কমেছে ১৫০টির আর অপরিবর্তিত রয়েছে ১৮টি কোম্পানির শেয়ারের। টাকার পরিমাণে মোট লেনদেন হয়েছে ৫১ কোটি ৫০ লাখ টাকার।


গতকাল সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্রড ইনডেক্স কমেছিল ৬ পয়েন্ট। এদিন মোট লেনদেন হয় ৬৭২ কোটি ২২ লাখ টাকার।


(ঢাকাটাইমস/২৮জানুয়ারি/এএসএ)