ডিএসইতে সূচকের ইতিবাচক প্রবণতা
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৫ মার্চ, ২০১৪ ১২:০৫:৪৯

ঢাকা: লেনদেনের এক ঘন্টায় ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থান প্রবণতা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)সূচকের পতন প্রবণতা অব্যাহত রয়েছে। এ সময়ে দর বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের।
তবে টাকার পরিমাণে লেনদেন রয়েছে শ্লথ গতিতে। সকাল সাড়ে ১১টায় ডিএসইতে সূচক বেড়েছে ৩ পয়েন্ট আর লেনদেন হয়েছে ৭৮ কোটি টাকা। এর আগে সকাল সাড়ে ১০টায় ডিএসইতে উত্থানে আর সিএসইতে সূচকের পতনে লেনদেন শুরু হয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের ৬০ মিনিটে ব্রড ইনডেক্স ৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪৭০৭ পয়েন্টে। এ সময় মোট ২৪০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে।
এর মধ্যে দর বেড়েছে ১৩৬টি, কমেছে ৬৭টি আর অপরিবর্তিত রয়েছে ৩৭টি কোম্পানির শেয়ারের। টাকার পরিমাণে মোট লেনদেন হয়েছে ৭৮ কোটি ৯০ লাখ টাকার।
সকাল সাড়ে ১১টায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ১ পয়েন্ট কমে অবস্থান করছে ৯২২০ পয়েন্টে। এ সময় মোট ১২৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে।
এর মধ্যে দর বেড়েছে ৭৪টির, কমেছে ৪০টির আর অপরিবর্তিত রয়েছে ১১টি কোম্পানির শেয়ারের। টাকার পরিমাণে মোট লেনদেন হয়েছে ৭ কোটি ৯০ লাখ টাকার।
মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্রড ইনডেক্স বেড়েছিল ১৬ পয়েন্ট। এদিন মোট লেনদেন হয় ৪৬২ কোটি ৮২ লাখ টাকার।
(ঢাকাটাইমস/৫মার্চ/এএসএ)