logo ২৯ মে ২০২৫
ডিএসইতে সাত মাসে সর্বনিম্ন লেনদেন
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৯ মে, ২০১৪ ১৭:৪০:৪১
image

ঢাকা: সোমবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হয়েছে ২১৭ কোটি টাকার। যা গত সাত মাসের মধ্যে সর্বনিম্ন। এর আগে গত বছরের ২২ অক্টোবর ডিএসইতে ১৮৮ কোটি টাকার লেনদেন হয়েছিল।


লেনদেন শেষে ডিএসইএক্স সূচক ৩৮ পয়েন্ট কমে অবস্থান করে চার হাজার ৩৬৪ পয়েন্টে। আর ডিএসইএস সূচক ১০ পয়েন্ট কমে অবস্থান করে ৯৭১ পয়েন্টে। এছাড়া ডিএস৩০ সূচক ১৪ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৫৮৩ পয়েন্টে।


ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ২৯৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৮৪টির, কমেছে ১৭৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৩১টির।


ডিএসইতে লেনদেনের সেরা ১০ কোম্পানির তালিকায় রয়েছে, গ্রামীণফোন, হা-ওয়েল টেক্সটাইল, লাফার্জ সুরমা সিমেন্ট, মতিন স্পিনিং, হাইডেলবার্গ সিমেন্ট, এএফসি অ্যাগ্রো বায়োটেক লিমিটেড, ইস্টার্ন হাউজিং লিমিটেড, পদ্মা অয়েল এবং এমারেল্ড অয়েল লিমিটেড।


দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসই সার্বিক সূচক ৯২ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩ হাজার ৫০০ পয়েন্টে।


সিএসইতে সোমবার লেনদেন হয়েছে ২০৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৫০টির কমেছে ১৩৬টির এবং অপরিবর্তিত রয়েছে ২৩টির।


(ঢাকাটাইমস/১৯ মে/এজে)