সূচক ও লেনদেন বেড়েছে উভয় বাজারে
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০১ জুন, ২০১৪ ১৫:৩৪:০৬
ঢাকা: রবিবার লেনদেন শেষে উভয় পুঁজিবাজারে সূচক বেড়েছে। এ ছাড়া লেনদেনের পরিমানও বেড়েছে।
দিনশেষে ডিএসইর ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১৮.০৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪৪৪৮ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৯৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১২৫টির, কমেছে ১৩৯টির আর অপরিবর্তিত রয়েছে ৩১টি কোম্পানির শেয়ার দর। টাকার অংকে লেনদেন হয়েছে ৩৭৬ কোটি ৬ লাখ টাকা।
রবিবার সবচেয়ে বেশি শেয়ার লেনদেন হয়েছে গ্রামীণ ফোনের। এ দিন এ কোম্পানির ১১ লাখ ৩২ হাজার ২০০ শেয়ার ৩০ কোটি ৮৯ লাখ লেনদেন হয়েছে।
অপর পুঁজিবাজার সিএসইর সাধারণ মূল্য সূচক দিনশেষে ১১.৬০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৮৪৮০ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২১০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭১টির, কমেছে ১১৯টির আর অপরিবর্তিত রয়েছে ২০টি কোম্পানির শেয়ার দর। টাকার পরিমাণে মোট লেনদেন হয়েছে ২৬ কোটি ৩৭ লাখ টাকা।
(ঢাকাটাইমস/১জুন/জেএস)