logo ২৮ মে ২০২৫
সূচক: ডিএসইতে বাড়ছে, সিএসইতে কমছে
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২৬ মে, ২০১৪ ১১:৫২:০৮
image

ঢাকা: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার লেনদেনের শুরুতে মূল্যসূচকে ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) শুরুতে সূচক নিম্নমুখী রয়েছে।


ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, সোমবার বেলা ১১টায় ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ৯ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৩৮৮ পয়েন্টে অবস্থান করে। এছাড়া ডিএস-৩০ সূচক ৫ পয়েন্ট বেড়ে ১ হাজার ৫৯২ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ২ পয়েন্ট বেড়ে ৯৭৬ পয়েন্টে স্থির হয়।


এসময়ে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৯৯টির, কমেছে ৩৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৬টির দাম।


টাকার অংকে লেনদেনের শীর্ষ কোম্পানির মধ্যে ওঠানামা করছে- ফ্যামিলিটেক্স, বিএসআরএম স্টিলস, রূপালী লাইফ, বিএসসি, স্কয়ার ফার্মা, লাফার্জ সুরমা, মিথুন নিটিং, আলহাজ, এনভয় টেক্সটাইল ও অ্যাপোলো ইস্পাত।


এদিকে সিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, সোমবার বেলা ১১টা ৭ মিনিটে সিএসইর সিএসসিএক্স সূচক ১৭ পয়েন্ট কমে ৮ হাজার ৪২১ পয়েন্টে পৌঁছে। এছাড়া সিএসই-৩০ সূচক ৪১ পয়েন্ট কমে ১১ হাজার ৮১ পয়েন্টে দাঁড়ায়।


এ স্টক এক্সচেঞ্জে লেনদেন হওয়া ৭৪টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ২৬টির, কমেছে ৩৭টির এবং অপরিবর্তিত রয়েছে ১১টির দাম। এ সময়ে লেনদেন হয়েছে মোট ২ কোটি ৪০ লাখ টাকা।


(ঢাকাটাইমস/২৬মে/জেএস)