logo ২৯ মে ২০২৫
তৃতীয় দিনেও সূচকের পতন
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২০ মে, ২০১৪ ১৫:৫০:২৮
image

ঢাকা: দেশের দুই শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবারও লেনদেনে মন্দা কাটেনি।


এর আগের দুই কার্যদিবসে সূচক কমার পাশাপাশি লেনদেনও কমেছিল উল্লেখযোগ্য হারে। এদিকে সার্ভার সমস্যার কারণে ডিএসইর ওয়েবসাইটে শেয়ার লেনদেন ও টাকার অংক প্রথম ৫৫ মিনিট দেখা যায়নি। তবে বেলা সাড়ে ১১টা থেকে স্বাভাবিক হয় ডিএসইর ওয়েবসাইট।


ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, মঙ্গলবার ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক সামান্য কমে ৪ হাজার ৩৬৩ পয়েন্টে অবস্থান করে। এছাড়া ডিএস-৩০ সূচক ৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ৫৮৯ পয়েন্টে এবং ডিএসইএস সূচক সামান্য বেড়ে ৯৭১ পয়েন্টে স্থির হয়।


মঙ্গলবার লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৩১টির, কমেছে ১১০টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৮টির দাম। লেনদেন হয় মোট ১৯৬ কোটি ৭৯ লাখ ৮২ হাজার টাকা।


টাকার অংকে লেনদেনের শীর্ষ কোম্পানির মধ্যে ওঠানামা করে- ডেল্টা লাইফ, হা-ওয়েল টেক্সটাইল, অ্যাক্টিভ ফাইন, ইস্টার্ন হাউজিং, মতিন স্পিনিং, এনএলআই ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, সিভিও পেট্রো কেমিক্যাল, বেক্সিমকো, লাফার্জ সুরমা ও এএফসি অ্যাগ্রো।


এদিকে সিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, মঙ্গলবার সিএসইর সিএসসিএক্স সূচক ১৭ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৪৩০ পয়েন্টে পৌঁছে। এছাড়া সিএসই-৩০ সূচক ৪০ পয়েন্ট বেড়ে ১১ হাজার ১২৪ পয়েন্টে ওঠে আসে।


এ স্টক এক্সচেঞ্জে লেনদেন হওয়া ১৯৪টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৭৩টির, কমেছে ৮২টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৯টির দাম। লেনদেন হয়েছে মোট ১৫ কোটি ৭২ লাখ টাকা।


(ঢাকাটাইমস/২০মে/জেএস)