সপ্তাহের শেষ দিনেও কমলো সূচক ও লেনদেন
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২২ মে, ২০১৪ ১৫:৫৭:১১

ঢাকা: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার মূল্যসূচকের সঙ্গে লেনদেনের পরিমাণও কমেছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্র।
ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ২৬ পয়েন্ট কমে ৪ হাজার ৩৮৪ পয়েন্টে অবস্থান করে। এছাড়া ডিএস-৩০ সূচক ১৫ পয়েন্ট কমে ১ হাজার ৫৮৯ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ৯ পয়েন্ট কমে ৯৭২ পয়েন্টে স্থির হয়।
বৃহস্পতিবার লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৮৭টির, কমেছে ১৫৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৫টির দাম। লেনদেন হয় মোট ২৫৮ কোটি ৭৯ লাখ ৯৮ হাজার টাকা।
টাকার অংকে লেনদেনের শীর্ষ কোম্পানির মধ্যে ওঠানামা করে- লাফার্জ সুরমা সিমেন্ট, হাইডেলবার্গ সিমেন্ট, এবি ব্যাংক, এসআলম কোল্ড রোল্ড স্টিলস, ওরিয়ন ফার্মা, অ্যাপোলো ইস্পাত, বিএসআরএম স্টিল, হা-ওয়েল টেক্সটাইল, স্কয়ার ফার্মা ও অ্যাক্টিভ ফাইন।
এদিকে সিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সিএসইর সিএসসিএক্স সূচক ৪০ পয়েন্ট কমে ৮ হাজার ৪৩২ পয়েন্টে পৌঁছে। এছাড়া সিএসই-৩০ সূচক ৬৪ পয়েন্ট কমে ১১ হাজার ১১৪ পয়েন্টে দাঁড়ায়।
এ স্টক এক্সচেঞ্জে লেনদেন হওয়া ২০৬টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৬২টির, কমেছে ১১২টির এবং অপরিবর্তিত রয়েছে ৩২টির দাম। লেনদেন হয়েছে মোট ১৯ কোটি ৬৬ লাখ টাকা।
(ঢাকাটাইমস/২২মে/জেএস)