logo ২৯ মে ২০২৫
বাড়ছে সূচক
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২১ মে, ২০১৪ ১১:৪৮:৫৫
image

ঢাকা: দেশের দুই শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার লেনদেনে মূল্যসূচকের গতি ধীরে ধীরে বাড়তে দেখা যাচ্ছে।


ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, বুধবার বেলা ১১টা ২৫ মিনিটে ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ৪৫ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৪০৯ পয়েন্টে অবস্থান করে। এছাড়া ডিএস-৩০ সূচক ১৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ৬০৬ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ৯ পয়েন্ট বেড়ে ৯৮১ পয়েন্টে স্থির হয়। লেনদেন হয় মোট ৪৮ কোটি ৭ লাখ ৬২ হাজার টাকা।


টাকার অংকে লেনদেনের শীর্ষ কোম্পানির মধ্যে ওঠানামা করছে- হা-ওয়েল টেক্সটাইল, স্কয়ার টেক্সটাইল, মেঘনা পেট্রোলিয়াম, লাফার্জ সুরমা, বিএসআরএম স্টিল, হাইডেলবার্গ সিমেন্ট, মতিন স্পিনিং, ডেল্টা লাইফ, এএফসি অ্যাগ্রো ও গ্লোবাল হ্যাভি কেমিক্যাল।


এদিকে সিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, বেলা ১১টা ২২ মিনিটে সিএসইর সিএসসিএক্স সূচক ৫৯ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৪৬১ পয়েন্টে পৌঁছে। এছাড়া সিএসই-৩০ সূচক ৭১ পয়েন্ট বেড়ে ১১ হাজার ১৫৮ পয়েন্টে ওঠে আসে।


এ স্টক এক্সচেঞ্জে লেনদেন হওয়া ১০৩টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৭২টির, কমেছে ১৬টির এবং অপরিবর্তিত রয়েছে ১৫টির দাম। লেনদেন হয়েছে মোট ৬ কোটি ৭৬ লাখ টাকা।


(ঢাকাটাইমস/২১মে/জেএস)