logo ২৯ মে ২০২৫
অবশেষে বাড়লো সূচক
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২১ মে, ২০১৪ ১৫:৪৮:০৩
image

ঢাকা: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) টানা নয় কার্যদিবস পর সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার মূল্যসূচকের সঙ্গে লেনদেন বেড়েছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক ও লেনদেন উভয়ই বেড়েছে।


ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, বুধবার ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ৪৭ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৪১০ পয়েন্টে অবস্থান করে। এছাড়া ডিএস-৩০ সূচক ১৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ৬০৪ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ১০ পয়েন্ট বেড়ে ৯৮২ পয়েন্টে স্থির হয়।


বুধবার লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ২০১টির, কমেছে ৫৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৪টির দাম। লেনদেন হয় মোট ২৭১ কোটি ৩৫ লাখ ২৩ হাজার টাকা।


টাকার অংকে লেনদেনের শীর্ষ কোম্পানির মধ্যে ওঠানামা করে- হা-ওয়েল টেক্সটাইল, স্কয়ার টেক্সটাইল, মেঘনা পেট্রোলিয়াম, লাফার্জ সুরমা, বিএসআরএম স্টিল, হাইডেলবার্গ সিমেন্ট, মতিন স্পিনিং, ডেল্টা লাইফ, এএফসি অ্যাগ্রো ও গ্লোবাল হ্যাভি কেমিক্যাল।


এদিকে সিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, বুধবার সিএসইর সিএসসিএক্স সূচক ৬৭ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৪৬৯ পয়েন্টে পৌঁছে। এছাড়া সিএসই-৩০ সূচক ৯৪ পয়েন্ট বেড়ে ১১ হাজার ১৮১ পয়েন্টে ওঠে আসে।


এ স্টক এক্সচেঞ্জে লেনদেন হওয়া ২১২টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ১৩৭টির, কমেছে ৪৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৩২টির দাম। লেনদেন হয়েছে মোট ২৩ কোটি ৫৬ লাখ টাকা।


(ঢাকাটাইমস/২১মে/জেএস)