শেষ কার্যদিবসে বাড়ছে সূচক
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২২ মে, ২০১৪ ১১:২৬:৩৬

ঢাকা: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেষ কার্যদিবস বৃহস্পতিবারে লেনদেনের শুরুতে ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক বাড়ছে।
ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বেলা ১১টায় ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ৩১ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৪৪১ পয়েন্টে অবস্থান করে। এছাড়া ডিএস-৩০ সূচক ১০ পয়েন্ট বেড়ে ১ হাজার ৬১৫ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ৭ পয়েন্ট বেড়ে ৯৮৯ পয়েন্টে স্থির হয়।
বেলা ১১টায় লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১২৯টির, কমেছে ২৯টির এবং অপরিবর্তিত রয়েছে ২৭টির দাম। লেনদেন হয় মোট ৩৫ কোটি ৫ লাখ টাকা।
টাকার অংকে লেনদেনের শীর্ষ কোম্পানির মধ্যে ওঠানামা করছে- লাফার্জ সুরমা সিমেন্ট, হাইডেলবার্গ সিমেন্ট, এবি ব্যাংক, এসআলম কোল্ড রোল্ড স্টিলস, ওরিয়ন ফার্মা, অ্যাপোলো ইস্পাত, বিএসআরএম স্টিল, হা-ওয়েল টেক্সটাইল, স্কয়ার ফার্মা ও অ্যাক্টিভ ফাইন।
এদিকে সিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, বেলা ১১টা ২ মিনিটে সিএসইর সিএসসিএক্স সূচক ৪৯ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৫২২ পয়েন্টে পৌঁছে। এছাড়া সিএসই-৩০ সূচক ৩৮ পয়েন্ট বেড়ে ১১ হাজার ২১৮ পয়েন্টে ওঠে আসে।
এ স্টক এক্সচেঞ্জে লেনদেন হওয়া ৮০টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৪৮টির, কমেছে ১৮টির এবং অপরিবর্তিত রয়েছে ১৪টির দাম। লেনদেন হয়েছে মোট ২ কোটি ৫৩ লাখ টাকা।
(ঢাকাটাইমস/২২মে/জেএস)