সব মানুষই মুসলিম হিসেবে জন্ম গ্রহণ করে
ঢাকাটাইমস ডেস্ক
০৫ জানুয়ারি, ২০১৫ ২০:০৭:০৫

ঢাকা: সম্প্রতি মুসলিমদেরকে সন্ত্রাসী হিসেবে চিত্রায়িত করে ভারতের গুজরাট প্রদেশের পুলিশ বিভাগ যে সন্ত্রাসবাদবিরোধী সামরিক মহড়ার আয়োজন করেছে তার প্রতিবাদ জানাতে গিয়ে ভারতের ইসলামপন্থী দল মজলিস-ই-ইত্তেহাদুল মুসলেমিনের (এমআইএম) নেতা আসাদ উদ্দিন ওয়াইসি বলেছেন, ‘সব মানুষই মুসলিম হিসেবে জন্ম নেয়। কিন্তু জন্মের পর পারিবারিক সংস্কৃতি এবং সামাজিক পরিবেশ পরিস্থিতির শিকার হয়ে ধর্মান্তরিত হয়। ফলে যে কাউরই পুনরায় ধর্মান্তরিত হয়ে মুসলিম হওয়ার অধিকার রয়েছে।’
ভারতের হায়দ্রাবাদে এমআইএম এর কেন্দ্রীয় রাজনৈতিক কার্যালয়ে সোমবার এক জন সমাবেশে এ কথা বলেন তিনি। খবর টাইমস অফ ইন্ডিয়া ও এনডিটিভির।
তিনি বলেন, গুজরাট পুলিশ মুসলিমদেরকে সন্ত্রাসী হিসেবে চিত্রায়িত করে ইসলাম ধর্ম ও সন্ত্রাসবাদকে এক করে দেখাতে চাইছে। কিন্তু আমরা পরিষ্কার করে বলতে চাই সন্ত্রাসবাদের সঙ্গে সত্যিকার মুসলিমদের কোনো সম্পর্ক নেই। ইসলাম সন্ত্রাসীদের ধর্ম নয়।
তিনি বলেন, বিজেপি এবং আরএসএস এর সাথে আমাদের রাজনৈতিক মতাদর্শগত পার্থক্য থাকলেও ভারতীয় ভূখণ্ড ও রাষ্ট্রের সার্বভৌমত্বের ব্যাপারে আমরা একই দৃষ্টিভঙ্গি লালন করি। ভারতের সার্বভৌমত্ব আক্রান্ত হলে আমরাও বিজেপি-আরএসএস এর সঙ্গে সুর মিলিয়ে কথা বলবো এবং সীমান্ত রক্ষায় কাঁধে-কাঁধ মিলিয়ে যুদ্ধ করব। কিন্তু তাই বলে ইসলাম ধর্মের অবমাননা সহ্য করা যায় না।
হিন্দু থেকে মুসলিম হওয়া ভারতীয়দের পুনরায় হিন্দু ধর্মে ফিরিয়ে নিতে আরএসএস এর ‘ঘরে ফিরিয়ে আনা’ নামক ধর্মান্তরকরন কর্মসূচি ও অভিযানের সমালোচনা করে তিনি বলেন, হিন্দুদেরই বরং ইসলাম গ্রহণ করে ঘরে ফিরে আসা উচিৎ। কারণ সব মানুষই মুসলিম হয়ে জন্ম গ্রহণ করে। এ কথা বলে তিনি রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘ (আরএসএস) ও বিশ্ব হিন্দু পরিষদকেই (ভিএইচপি) উল্টো ইসলাম ধর্ম গ্রহণের আহবান জানান।
সম্প্রতি ভারতের বেশ কিছু এলাকায় মুসলিম ও খ্রিস্টানদের জোর করে হিন্দু ধর্মে ধর্মান্তরকরন নিয়ে এমনিতেই দেশটির রাজনীতিতে গরম হাওয়া বইছে। এরপর আসাদউদ্দিন ওয়াইসির এই বক্তব্য সেই গরম হাওয়ায় নতুন করে জ্বালানি ছিটিয়ের দেওয়ার মতো অবস্থার সৃষ্টি করল।
ভারতে ধর্মান্তরকরন রুখতে প্রধানমন্ত্রী মোদি ব্যর্থ হয়েছেন, দাবি করে আসাদউদ্দিন ওয়াইসি বলেন, এর মাধ্যমে সাংবিধান লঙ্ঘন হচ্ছে। কিন্তু সরকার এ ব্যাপারে নীরব ভূমিকা পালন করছে।
আসাদউদ্দিন ওয়াইসি অবশ্য এও বলেছেন যে, আমি সব মানুষ সম্পর্কে ইসলামের নীতিগত অবস্থানের কথা বলছি। কিন্তু কেউ ইসলাম ধর্ম গ্রহণ করবে-কি-করবে না, সে বিষয়ে সবার ব্যক্তিগত স্বাধীনতা রয়েছে। এই দেশে বহু মতের মানুষ রয়েছে। এই বৈচিত্রই ভারতের শক্তি। আমি কাউকে প্রলোভন দেখাচ্ছি না।’
আরএসএস খ্রিস্টানদেরকে ২ থেকে ৫ লাখ রুপির বিনিময়ে হিন্দু ধর্মে ধর্মান্তরিত করছে এমন তথ্য উল্লেখ করে তিনি এর প্রতি ঠাট্টা-বিদ্রুপ প্রকাশ করে বলেন, ‘৫ লাখ রুপি কেন পুরো দুনিয়ার সম্পদ আমাদের পায়ের নিচে এনে রাখলেও আমরা আমাদের ধর্ম ত্যাগ করবো না। আমরা জন্মসূত্রে ভারতীয় কিন্তু নিজেদের স্বাধীন ইচ্ছায়ই আমরা ইসলাম ধর্ম গ্রহণ করেছি।’
তিনি অভিযোগ করেন আরএসএস এর হিন্দু ধর্মে ধর্মান্তরকরন কর্মসূচি সাম্প্রদায়িকতার অভিযোগে বিদেশি বিনিয়োগ বাধাগ্রস্ত করবে। ফলে দেশের সার্বিক উন্নয়নও বাধাগ্রস্ত হবে। অথচ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উন্নয়নের প্রতিজ্ঞা করেই নির্বাচনে জিতে এসেছেন।
(ঢাকাটাইমস/৫জানুয়ারি/এমএটি)