বেসরকারিভাবে হজ প্যাকেজ ঘোষণা
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৫ ডিসেম্বর, ২০১৪ ১৩:৪৮:৩৭
ঢাকা: হজযাত্রী নিবন্ধনের সময় সরকার ঘোষিত নতুন নিয়মে মুয়াল্লেম টিমের সঙ্গে বিমান ভাড়ার টাকা সরকারি কোষাগারে জমা দেওয়ার ঘোষণা দিয়েছে হজ এজেন্সিজ এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)।
আজ সোমবার রাজধানীর নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনে ২০১৫ সালের বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা দেন হাব সভাপতি মোহাম্মদ ইব্রাহীম বাহার। সংগঠনের পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
সেই সঙ্গে ২০১৫ সালের জন্য বেসরকারিভাবে কোরবানির টাকা ছাড়া ২ লাখ ৯৬ হাজার ২০৬ টাকার সর্বনিন্ম হজ প্যাকেজ ঘোষণা করেন তিনি
ঢাকাটাইমস/১৫ ডিসেম্বর/এইচআর /এআর / ঘ