logo ১৭ মে ২০২৫
বিশ্ব ইজতেমা ৯-১১ জানুয়ারি, ৫ দেশের মুসল্লিদের মানা
নিজস্ব প্রতিবেদক,ঢাকাটাইমস
২৬ নভেম্বর, ২০১৪ ১৪:০১:৪০
image

ঢাকা: ইবোলায় আক্রান্ত আফ্রিকার পাঁচটি দেশের মুসল্লিদের আসন্ন বিশ্ব ইজতেমায় না আসার অনুরোধ জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।


বিশ্ব ইজতেমা-২০১৫ উপলক্ষ্যে বিদেশি মুসল্লিদের ভিসা সহজীকরণ ও ইজতেমার আইন-শৃঙ্খলা ও আনুষঙ্গিক বিষয়ে সভা শেষে তিনি এ কথা বলেন।


এ সময় ইজতেমা প্রস্তুতি কমিটির সদস্যসহ পুলিশ, আনসার, ফায়ার সার্ভিস, বিজিবি, ওয়াসা, স্বাস্থ্য মন্ত্রণালয় ও ইজতেমায় সেবা দানকারী বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, যেসব দেশ ইবোলা আক্রান্ত যেসব দেশের মুসল্লিদের এবার ইজতেমায় না আসার অনুরোধ করবো। লাইবেরিয়া, মালি, সিরেয়ালিয়ন, নাইজেরিয়া ও ঘিনি দেশের মুসল্লিরা যাতে এবারের ইজতেমায় অংশ না নেয়। আমাদের এই সিদ্ধান্ত ওইসব দেশে বাংলাদেশি মিশনে জানানো হবে। তাদেরকে ভিসা না দেওয়ার জন্য অনুরোধ করিা হবে।’


এছড়া ইবোলা সচেতনতায় বেসরকারি বিমান ও স্বাস্থ মন্ত্রণালয়ের উদ্যোগে বিমান বন্দরগুলোতে পরীক্ষা যন্ত্র স্থাপন করা হয়েছে বলে প্রতিমন্ত্রী সাংবাদিকদের জানান।


প্রতিমন্ত্রী জানান, ‘আগামী বছরের (২০১৫) জানুয়ারি মাসেই দুই দফায় বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে। ৯ থেকে ১১ জানুয়ারি প্রথম দফা এবং দ্বিতীয় দফার বিশ্ব ইজতেমা হবে ১৬ থেকে ১৮ জানুয়ারি।’


বিদেশি মুসল্লিদের ভিসা সহজীকরন প্রসঙ্গে তিনি বলেন, ‘পবিত্র হজের পর বাংলাদেশে যে মুসলিম জমায়েত হয় তা দ্বিতীয় মিলন মেলা। এ উপলক্ষ্যে বিদেশি মুসল্লিরা যাতে সুন্দর ভাবে আসতে পারেন এবং তাদের যাবতীয় কার্যক্রম সঠিকভাবে করতে পারেন তার ব্যবস্থা গ্রহণ করা হবে। আমাদের সিদ্ধান্ত হয়েছে, আগমী ইজতেমায় বিদেশি মুসল্লিদের ইজতেমা চলাকালীন এক মাসের ভিসা ও ইজতেমা শেষে চিল্লা পালনের জন্য ৪৫ দিনের ভিসা দেওয়া হবে।’


এছাড়া প্রতি বছরের মত এবারও প্রত্যেক প্রবেশ পথে সিসি ক্যামেরা, কন্ট্রোল রুম ও ওয়ার্চ টাওয়ার স্থাপন করা হবে। পাশাপাশি যানজট নিরসনের  সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


(ঢাকাটাইমস/২৬নভেম্বর/এইচআর/ জেডএ.)