নড়িয়ায় হজরত সুরেশ্বরীর ফাতেহা পালিত
নড়িয়া প্রতিনিধি,ঢাকাটাইমস
২০ নভেম্বর, ২০১৪ ০৯:৫৫:৪৫
নড়িয়া (শরীয়তপুর): শরীয়তপুরের নড়িয়ার সুরেশ্বর দরবারে হজরত জানশরিফ শাহ সুরেশ্বরী (রহ.)’র খোশরোজ (জন্মবার্ষিকী) ও ফাতেহা শরিফ (মৃত্যুবার্ষিকী) পালিত হয়েছে।
বুধবার দরবার শরিফের মোন্তাজেম ও মোর্শেদ হজরত শাহ সুফি সাইয়্যেদ বেলালনূরীর আস্তানাসহ পুরো দরবার ভক্ত-মুরিদদের উপস্থিতিতে মুখরিত হয়ে উঠে।
দিবসটি উপলক্ষে কোরআনখানি, মিলাদ-কেয়াম, মাহফিলে সামা ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।
হজরত সুরেশ্বরীর জীবনাদর্শ অনুসরণের জন্য ভক্তদের আহ্বান জানান হজরত বেলালনূরী।
(ঢাকাটাইমস/২০নভেম্বর/এলএ)