logo ১৭ মে ২০২৫
শেষ হয়েছে কাবা শরীফ ধোয়ার কাজ
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৮ নভেম্বর, ২০১৪ ২১:৫৪:২১
image

ঢাকা: কাবা শরীফ ধোয়ার কাজ শেষ হয়েছে। শনিবার মক্কার গভর্নর প্রিন্স মিশাল বিন আব্দুল্লাহর নেতৃত্বে কাবা শরীফ ধোয়ার কাজ শেষ হয়।


দুই রাকাত নফল নামাজ পড়ে কাবা ধোয়ার কাজ শুরু হয়। কাবা শরিফ ধোয়ার কাজে গোলাপ জল, উদ ও কস্তুরি মিশ্রিত জমজমের পানি ব্যবহার করা হয়।


দুই মসজিদ বিষয়ক দপ্তরের নির্বাহী প্রধান শায়খ আবদুর রহমান আস সুদাইস, উপ-প্রধান শায়খ মোহাম্মদ আল-খোজাইমসহ মন্ত্রী, শীর্ষ আলেম, কূটনীতিক, সাধারণ নাগরিক এবং দর্শনার্থীরা কাবা শরীফ ধোয়ার কাজে অংশ নেন।


হজ ক্যালেন্ডার অনুযায়ী, প্রতি আরবি বছরের মহররম ও শাবান মাসে কাবা শরিফের ভেতরে ধোয়া হয়। মক্কার প্রধান মসজিদ কমপ্লেক্সের ভেতরে কাবা শরিফ অবস্থিত।


এটি বিশ্বের সকল মুসলমানদের বিশ্বাসের প্রধান কেন্দ্র। ধর্মপ্রাণ মুসলমানরা প্রতিদিন কাবা ঘরের দিকে মুখ করে নামাজ আদায় করেন।


প্রতি বছর লাখ লাখ লোক হজ ও ওমরাহ পালনে কাবায় আসেন।


বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ শহীদুল ইসলাম বলেন,‘পর পর নবম বার কাবা শরীফ ধোয়ার কাজে অংশ নিতে পেরে আমি মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি।’


কাবা শরীফ ধোয়ার অনুষ্ঠানে অংশ নিতে এসে দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রদূত মোহাম্মদ সাদিক জাফার বলেন, ‘এটি একটি মহা সম্মান, পঞ্চম বারের মত এ অনুষ্ঠানে অংশ নিতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করছি।’


(ঢাকাটাইমস/৮নভেম্বর/এমআর)