২৫ অক্টোবর জাতীয় চাঁদ দেখা কমিটির সভা
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২৩ অক্টোবর, ২০১৪ ১৮:২০:৩৬
ঢাকা: পবিত্র মুহররম মাসের চাঁদ দেখা ও পবিত্র আশুরার তারিখ নির্ধারণের লক্ষ্যে আগামী ২৫ অক্টোবর জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার সরকারি এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ১৪৩৬ হিজরি সনের পবিত্র মুহররম মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা ও পবিত্র আশুরার তারিখ নির্ধারণের লক্ষ্যে আগামী ২৫ অক্টোবর, ২০১৪ খ্রিষ্টাব্দ শনিবার, সন্ধ্যা ৬টায় (বাদ মাগরিব) ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির এক সভা অনুষ্ঠিত হবে।
সভায় সভাপতিত্ব করবেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি আলহাজ প্রিন্সিপাল মতিউর রহমান।
বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র মুহররম মাসের চাঁদ দেখা গেলে তা নিম্নোক্ত টেলিফোন ও ফ্যাক্স নম্বরে অথবা অন্য কোনও উপায়ে জানানোর জন্য অনুরোধ জানানো হয়েছে।
(ঢাকাটাইমস/২৩অক্টোবর/এইচআর/এমএটি)