logo ১৭ মে ২০২৫
সৌদিতে ঈদুল আযহা ৪ অক্টোবর
নিজস্ব প্রতিনিধি, ঢাকাটাইমস
২৫ সেপ্টেম্বর, ২০১৪ ১১:২৯:১০
image

রিয়াদ: আগামী ৪ অক্টোবর শনিবার সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে পালিত হবে মুসলমানদের  র্ধমীয় উৎসব ঈদুল আযহা। বুধবার রাতে সৌদি আরবের সুপ্রিম কোর্ট এ ঘোষণা দিয়েছে।


বুধবার ২৪ সেপ্টেম্বর দেশটিতে জিলহজ্ব মাসের চাঁদ দেখা যাওয়া সংক্রান্ত এ ঘোষণা দেয় দেশটির সুপ্রিম কোর্ট।


সে হিসেবে আগামী ৩ অক্টোবর শুক্রবার পবিত্র হজ অনুষ্ঠিত হবে। এ বছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রায় ২০ লাখ র্ধমপ্রাণ মুসলমান হজ পালন করতে আসবেন বলে সৌদি কর্তৃপক্ষের আশা। এরই মধ্যে লাখো মুসল্লির পদচারণায় মুখরিত হয়ে উঠতে শুরু করেছে মক্কানগরী।


(ঢাকাটাইমস/২৫সেপ্টেম্বর/জেএস)