logo ১৮ মে ২০২৫
মহানবীর রওজা মোবারক জিয়ারত করলেন রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৮ অক্টোবর, ২০১৪ ২১:৩৫:৪২
image


ঢাকা: রাষ্ট্রপতি আবদুল হামিদ গতরাতে সৌদি আরবের মদিনায় মহানবী হজরত মুহাম্মদ (স.)-এর রওজা মোবারক জিয়ারত করেছেন।

বঙ্গভবনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রাষ্ট্রপতির পরিবারের সদস্য ও তাঁর সফর সঙ্গীরা এসময় উপস্থিত ছিলেন।

রাষ্ট্রপতি ও তাঁর সঙ্গীরা মসজিদে নববী ও রিয়াজুল জান্নাতে নফল নামাজ আদায় করেন। তিনি সেখানে পবিত্র কোরআন তিলাওয়াত করেন।

রাষ্ট্রপতি আবদুল হামিদ দেশ ও জাতির অব্যাহত শান্তি ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত করেন।

রাষ্ট্রপতি আগামি ১০ অক্টোবর সৌদি আরব থেকে দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।

(ঢাকাটাইমস/০৮অক্টোবর/বাসস/এআর/ ঘ.)