logo ১৭ মে ২০২৫
পবিত্র আশুরা পালিত
নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
০৪ নভেম্বর, ২০১৪ ২০:২৮:৫৪
image


ঢাকা: প্রতিবছরের ন্যায় এবছরও যথাযোগ্য মর্যাদায় পবিত্র আশুরা পালন করা হয়েছে। ১০ মহররম কারবালার বিষাদময় ঘটনাকে স্মরণ করে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে তাজিয়া মিছিল বের করে শিয়া সম্প্রদায়।

‘হায় হোসেন, হায় হোসেন’ ধ্বনিতে শোকাবহ হয়ে ওঠে ঢাকার রাজপথ। তাজিয়া মিছিল যেন স্মরণ করিয়ে দেয় কারবালার শোককে।

মঙ্গলবার সকালে ওফাত দিবসে সকাল সাড়ে ৮টায় মোহাম্মদপুর শিয়া মসজিদ এলাকা, মগবাজার, পল্টন, ফার্মগেট, পুরান ঢাকা (হোসনী দালান) থেকে তাজিয়া মিছিল বের হয়।

এদিন ইয়াজিদের চক্রান্তে পাষ- সিমারের হাতে ইমাম হোসেন (রা.) শহীদ হন। রাজধানীর নাজিমুদ্দিন রোডে হোসনি দালান সকালে তাজিয়া মিছিল শুরু হয়। মিছিলটি দুপুর আড়াইটার দিকে ধানমন্ডি-২ নম্বরের লেক এলাকায় শেষ হয় ।

তিন দিনের তৃষ্ণার্ত ইমাম হোসাইন। সামান্য পানি চেয়েও পাননি তিনি। সে দুঃখ ভুলতে দুধের সঙ্গে পানি মিশিয়ে খাওয়ানো হচ্ছে রাজধানীতে। হোসাইনের শোকে মাতম হতে কালো পোশাক গায়ে জড়িয়েছেন নারী-পুরুষ।

মুখে ‘হায় হোসেন, হায় হোসেন’ ধ্বনি সহযোগে কোমরে বাঁধা ঘুঙুর আর সারাদেহে গাগরির উপরে ক্রস আকৃতির মোড়ানো কাপড় পরিধান করে প্রায় প্রত্যেকের হাতে লাল নিশান (আলাম) নিয়ে শুরু হয় তাজিয়া মিছিল।

তবে সেটা কেবলই শোকের মাতম নয়। মোহাম্মদপুরবাসী সুন্নী সম্প্রদায়ের লোকেরা মনে করেন এটি উৎসবের আবহে ইসলামের ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায়ের স্মৃতিচারণ করা। ইতিহাসের এই দিনে আছে শোক ও উৎসব। মোহাম্মদপুরের টাউন হল (বিহারী) ক্যাম্পের খলিফা মো. জমির উদ্দিন জানান, মহামানবের মহাপ্রয়াণের দিনটি একই সঙ্গে শোক ও উৎসব। বলা হয় শ্রদ্ধা-উৎসব।

দস্তা-এ হোসাইন’র সভাপতি সৈয়দ ওয়াকার ফিরোজ হোসাইন বলেন, হোসাইন আমাদের মাঝে নেই তা মনে আনলে বুক ফেটে যায়। তাই তো হোসাইন যেভাবে প্রাণ দিয়েছেন ঠিক সেইভাবে আমরা এ দিনে শোক পালন করি।

 (ঢাকাটাইমস/৪ নভেম্বর/আরএম/এমএম)