logo ১৮ মে ২০২৫
শুরুতেই পতন
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৪ ফেব্রুয়ারি, ২০১৫ ১১:৫৬:০০
image

ঢাকা: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের চতুর্থ কার্যদিবস ৪ ফেব্রুয়ারি বুধবার মূল্যসূচকে নিম্নমুখী প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্র।


ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, বেলা সাড়ে ১১টায় ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ১৪ পয়েন্ট কমে ৪ হাজার ৬৪২ পয়েন্টে অবস্থান করে। এছাড়া ডিএস-৩০ সূচক ৬ পয়েন্ট কমে এক হাজার ৭১৬ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ৪ পয়েন্ট বেড়ে এক হাজার ৯৮ পয়েন্টে স্থির হয়।


লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৬৯টির, কমেছে ১৩৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৫০টির দাম। লেনদেন হয়েছে মোট ৩৭ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।


টাকার অংকে লেনদেনের শীর্ষ কোম্পানির মধ্যে ওঠানামা করছে- তিতাস গ্যাস, লাফার্জ সুরমা, সিঅ্যান্ডএ টেক্সটাইল, অগ্নি সিস্টেমস, গ্রামীণফোন, আরএকে সিরামিকস, বিডি থাই, অলটেক্স ইন্ডাস্ট্রিজ, আইসিবি ও স্কয়ার ফার্মা।


অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ওয়েবসাইট সূত্রে জানা যায়, বেলা ১১টা ৩১ মিনিটে সিএসইর সিএসসিএক্স সূচক ১৬ পয়েন্ট কমে ৮ হাজার ৬২৬ পয়েন্টে অবস্থান করে। এছাড়া সিএসই-৩০ সূচক ৩২ পয়েন্ট কমে ১১ হাজার ৬২৪ পয়েন্টে এবং সিএএসপিআই সূচক ৩২ পয়েন্ট কমে ১৪ হাজার ১৯৭ পয়েন্টে দাঁড়ায়।


স্টক এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ১২৬টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৩৮টির, কমেছে ৬৪টির এবং অপরিবর্তিত রয়েছে ২৪টির দাম। লেনদেন হয় মোট ৩ কোটি ১৮ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।


(ঢাকাটাইমস/৪ফেব্রুয়ারি/জেএস)