logo ১৫ মে ২০২৫
ভালো কাজ সদকাতুল্য
ইসলাম ডেস্ক
১৫ এপ্রিল, ২০১৫ ০০:১২:২৯
image

ঢাকা: সৃষ্টিজীবের মঙ্গলের জন্য মানুষের সৃষ্টি। মানুষকে আশরাফুল মাখলুকাত তথা সৃষ্টির সেরা জীব করা হয়েছে। মানুষ আল্লাহর ইবাদত করবে, সৎপথে চলবে, অন্যায়কে প্রশ্রয় দেবে না-এটাই সৃষ্টির প্রধান উদ্দেশ্য। মানুষের প্রতিটি কর্মকা- আল্লাহ তায়ালা গভীরভাবে পর্যবেক্ষণ করেন। কোনো ভালো কাজ করলে মানুষ যেমন এর প্রতিদান ও বদলা পাবেন তেমনি কোনো অন্যায় করলেও রয়েছে শাস্তি। মানুষের ভালো কাজগুলোর প্রতিদান শুধু দুনিয়াতেই নয়; পরকালেও এর প্রতিদান অব্যাহত থাকবে।


হাদিস শরিফে আছে, রাসুল সা. বলেন, প্রত্যেক মুসলিমের সদকা করা জরুরি। লোকজন জিজ্ঞেস করলো, কারো যদি সদকা করার মতো কিছু না থাকে? তিনি বলেন: সে নিজ হাতে কাজ করবে যাতে সে নিজেও উপকৃত হতে পারে এবং সদাকাও করতে পারে। লোকজন বললো: যদি তা করার সামর্থ্য তার না থাকে কিংবা তা না করে? তিনি বলেন: সে কোনো অভাবী দুর্দশাগ্রস্তকে সাহায্য করবে। লোকজন বললো: সে তাও যদি না করে? তিনি বলেন: ভালো কাজের আদেশ করবে। একজন জিজ্ঞেস করলো: এটাও যদি সে না করে? তিনি বলেন: তাহলে সে যেন খারাপ কাজ থেকে বিরত থাকে, সেটাই হবে তার জন্য সদকা।


এখানে রাসুল সা. মূলত একজন ব্যক্তিকে ভালো কাজের উত্তম পদ্ধতি শিক্ষা দিয়েছেন। একজন মানুষ কিভাবে খারাপ কাজ থেকে বিরত থাকতে পারে তার সর্বোত্তম নমুনা শিখিয়েছেন। ভালো কাজ করা সদকা। কেউ যদি ভালো কাজ করতে না পারে, তবে সে অন্তত খারাপ কাজ করবে না। আর একজন ব্যক্তি যখন খারাপ কাজ থেকে বিরত থাকবে তখন এমনি এমনি তার দ্বারা ভালো কাজ হতে থাকে।


মানুষের জীবন খুবই ক্ষণস্থায়ী। এই অল্প দিনের জীবনে মানুষ অমর হয়ে থাকতে পারেন তার কীর্তি দ্বারা। কীর্তিময় জীবনের পূর্বশর্ত হলো আল্লাহর জন্য নিবেদিত হয়ে তারই দেখানো পথ অনুসরণ করা। যে পথ আল্লাহ পর্যন্ত পৌঁছে দিতে পারে সে পথ অনুসরণ ছাড়া কারো মুক্তি নেই। পরকালীন অনন্ত-অসীম জীবনের প্রশান্তি নির্ভর করবে পার্থিব জীবনের প্রস্তুতির ওপর। এজন্য সবার উচিত যথাসম্ভব ভালো কাজের মাধ্যমে জীবনটিকে অমর করে রাখা; অন্যায় ও অসদাচার দ্বারা পরকালীন জীবনকে ভয়াবহ অনিশ্চয়তার দিকে ঠেলে না দেয়া।


(ঢাকাটাইমস/১৫এপ্রিল/জেবি)