logo ১৫ মে ২০২৫
নিউজিল্যান্ডে প্রদর্শিত হবে স্বর্ণখচিত কোরআন শরিফ
ঢাকাটাইমস ডেস্ক
২৯ এপ্রিল, ২০১৫ ২০:১৩:৫৯
image

ঢাকা: নিউজিল্যান্ডের অকল্যান্ড সিটি লাইব্রেরিতে ২০০ বছরের পুরোনো স্বর্ণখচিত অনন্য একটি কোরআন শরিফ আগামী মাসে প্রদর্শন করা হবে।  অকল্যান্ড সেন্ট্রাল লাইব্রেরির (www.aucklandlibraries.govt.nz) ওয়েবসাইটে মঙ্গলবার এমন একটি খবর প্রকাশিত হয়েছে।

খবরে বলা হয়, নিউজিল্যান্ডের রাজধানী অকল্যান্ডের এক বই সংগ্রাহক তার মৃত্যুর আগে ১৯২৮ সালে হস্তলিখিত এ কোরআন শরিফটি অনেকগুলো বইয়ের সঙ্গে গ্রন্থাগারে অনুদান হিসেবে প্রদান করেন। তার নাম হেনরি শ’ (Henry)। তিনি অকল্যান্ড লাইব্রেরির হিসাব রক্ষক ছিলেন। তবে তার কাছে এ অমূল্য সম্পদটি কীভাবে এলো তা নিশ্চিত হওয়া যায়নি।

অকল্যান্ড বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের প্রধান ও অকল্যান্ড লাইব্রেরির ট্রাস্টি ড. জেইন আলী পর্যবেক্ষণ করে বলেন, হস্তলিখিত এ কোরআন শরিফ প্রায় ২০০ বছরের পুরোনো। এ কোরআন শরিফ এবং তার দান করা বইগুলো নিউজিল্যান্ডের জন্য অতি গুরুত্বপূর্ণ সম্পদ।

(ঢাকাটাইমস/২৯এপ্রিল/জেবি)