logo ০২ মে ২০২৫
সাংবাদিক নাজেহালের ঘটনা তদন্ত করবে ইসি
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৬ মে, ২০১৫ ০০:১৮:৫০
image

ঢাকা: তিন সিটি করপোরেশন নির্বাচনে দায়িত্ব পালনকালে সাংবাদিকদের কাজে বাধা, নাজেহাল ও নিগৃহের ঘটনায় দু’টি তদন্ত কমিটি গঠন করছে নির্বাচন কমিশন (ইসি)।

গণমাধ্যমে প্রকাশিত সংবাদ আমলে নিয়ে প্রধান নির্বাচন কমিনার কাজী রকিবউদ্দীন আহমেদ এই তদন্তের নির্দেশ দেন।


নির্বাচন কমিশন সচিবালয়ের যুগ্ম-সচিব জেসমিন টুলী মঙ্গলবার রাতে এ বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।


সূত্র জানিয়েছে, গত ২৮ এপ্রিল সিটি নির্বাচনের দিন অনুমোদিত সাংবাদিকদের ভোটকেন্দ্রে প্রবেশে পুলিশের বাধা দেওয়া ও বেশ কিছু ক্ষেত্রে নাজেহাল করার ঘটনায় তিন সিটিতে দু’টি তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।

এক্ষেত্রে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনের জন্য একটি এবং চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনের জন্য একটি কমিটি গঠন করা হবে। এতে একজন আহ্বায়ক, একজন সদস্য সচিব ও একজন সদস্য থাকবেন।

ইতোমধ্যে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ মৌখিকভাবে তদন্ত কমিটি গঠনের বিষয়ে নির্দেশনা দিয়েছেন। সে মোতাবেক ইসি সচিবালয় কমিটি দু’টির একটি প্রস্তাবনাও তৈরি করেছে। এতে অতিরিক্ত বিভাগীয় কমিশনারকে (ঢাকা) আহ্বায়ক, ইসির একজন উপ-সচিবকে সদস্য সচিব ও ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনারকে সদস্য করে ডিএনসিসি ও ডিএসসিসি’র জন্য তদন্ত কমিটির প্রস্তাব করা হয়েছে।

 অন্যদিকে, চসিক নির্বাচনের জন্য অতিরিক্ত বিভাগীয় কমিশনারকে (চট্টগ্রাম) আহ্বায়ক, ইসির একজন উপ-সচিবকে সদস্য সচিব ও সিএমপির উপ-পুলিশ কমিশনারকে সদস্য করে একটি তদন্ত কমিটি গঠনের প্রস্তাব করা হয়েছে।

তদন্ত কমিটি চার দায়িত্ব বিষয় নিশ্চিত করবে। এসব বিষয়ের মধ্যে রয়েছে- প্রকৃত ঘটনা উদঘাটন, এ ধরনের ঘটনা ঘটে থাকলে কতগুলো ভোটকেন্দ্রে ঘটেছিলো তা চিহ্নিতকরণ, এর কারণ ও দায়ী কর্মকর্তাদের চিহ্নিতকরণ এবং ভবিষতে এ ধরনের ঘটনা যাতে না ঘটে সে বিষয়ে সুপারিশ দেওয়া।

(ঢাকাটাইমস/৬মে/জেবি)