logo ০২ মে ২০২৫
সার্ক এনভারনমেন্ট জার্নালিস্ট ফোরামের কমিটি গঠন
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৩ মে, ২০১৫ ২০:৪৪:০৮
image

ঢাকা: সাংবাদিক ও কথাসাহিত্যিক রাহাত খানকে সভাপতি, নিউজ টুডে’র বিশেষ প্রতিনিধি এ বি রাজ্জাককে মহাসচিব এবং মানবজমিনের সিনিয়র রিপোর্টার কাজী সোহাগকে সাংগঠনিক সচিব করে সার্ক এনভারনমেন্ট জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি আগামী দুই বছরের জন্য দায়িত্ব পালন করবে বলে সংগঠনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।


রবিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত সংগঠনের সাধারণ সভায় এই কমিটি গঠন করা হয়। সংগঠনের প্রতিষ্ঠাতা এ বি রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় আগামী ৫ জুন পরিবেশ দিবস উপলক্ষে স্মরণিকা প্রকাশ ও পরিবেশ বিষয়ক প্রতিবেদনের ওপর মিডিয়া অ্যাওয়ার্ড দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়। এসংক্রান্ত একটি প্রস্তুতি কমিটিও গঠন করা হয়।

নতুন কমিটির নির্বাচিত অন্যান্য কর্মকর্তারা হলেন- ভাইস প্রেসিডেন্ট আব্দুল বারী (ইত্তেফাক) ও নজমূল হক সরকার (বর্তমান), যুগ্ম মহাসচিব- সাগর বিশ্বাস (নিউ নেশন), অর্থ সচিব- গাজী শাহনেওয়াজ (যায়যায়দিন), মহিলা বিষয়ক সচিব- সাকিলা পারভীন (নিউজ গার্ডেন), আন্তর্জাতিক সচিব- মো. শাহজাহান মোল্লা (জনকণ্ঠ), প্রচার ও প্রকাশনা সচিব- মিজান রহমান (আলোকিত বাংলাদেশ) এবং দপ্তর সচিব- সৈয়দ গোলাম কিবরিয়া (ডেইলি নিউজ স্টার)। এছাড়া কমিটিতে ৫ জন নির্বাহী সদস্য রয়েছেন এবং দুইটি পদ শূন্য রাখা হয়েছে।


(ঢাকাটাইমস/৩মে/জেবি)