logo ০২ মে ২০২৫
প্রথমবারের মতো সংবাদ উপস্থাপনায় দৃষ্টিহীন বালক
ঢাকাটাইমস ডেস্ক
০২ মে, ২০১৫ ১৭:৫৪:১৩
image

ঢাকা: ভারতের একটি টেলিভিশন চ্যানেলে লাইভ খবর পড়লো এক দৃষ্টিহীন বালক। শনিবার প্রথমবারের মতো বিশ্বে কোনো দৃষ্টিহীন মানুষ এই ধরনের কাজের সঙ্গে যুক্ত হলেন। খবর এই সময়ের।

রামানুজমের বয়স মাত্র ১১। পঞ্চম শ্রেণিতে পড়ে। সে জন্মান্ধ। পৃথিবীর আলো কিংবা প্রকৃতির রূপ-রস দেখার সৌভাগ্য তার হয়নি। যা কিছু দেখেছেন তার সবই মা-বাবার চোখ দিয়ে অর্থাৎ তাদের কাছ থেকে শুনে। একটু বড় হয়ে ব্রেইল পদ্ধতিতে পড়া শেখা তার।


খবর পড়ার সময়টা কিন্তু দুই চার মিনিট নয়, টানা ২২ মিনিট তিনি পড়েছেন খবর। মা-বাবার কোনোদিন কল্পনাও করেননি যে তার ছেলে টেলিভিশনে খবর পড়বে। তাদের মত অনেকের কল্পনায়ই আসেনি। কিন্তু তামিল চ্যানেল লোটাস নিউজে নেপাল এবং শ্রীলঙ্কার রাজাপাকসের খবর পড়ে মা-বাবার অধীর আগ্রহের সমাপ্তি ঘটাল রামানুজম।


তার জীবনে টেলিভিশনের সামনে আসার ব্যাপারটা এই প্রথম। ফলে নিজেও চিন্তায় ছিল রামানুজম। কিন্তু সব আড়ষ্টতা কাটিয়ে নিজের চিন্তাসহ অন্য সবার উদ্বিগ্নের অবসান ঘটালো রামানুজম।


(ঢাকাটাইমস/২মে/জেবি)