logo ০৩ মে ২০২৫
লিবিয়ায় পাঁচ সাংবাদিককে হত্যা করেছে আইএস
ঢাকাটাইমস ডেস্ক
২৯ এপ্রিল, ২০১৫ ১৪:০৮:০৭
image

ঢাকা: লিবিয়ার পূর্বাঞ্চলীয় বারকা টিভি স্টেশনের পাঁচ সাংবাদিককে গলা কেটে হত্যা করেছে ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিরা। সেনাবাহিনীর এক কমান্ডার সোমবার একথা জানিয়েছেন। ওই সাংবাদিকরা আগস্ট থেকে নিখোঁজ ছিলেন। খবর রয়টার্সের। 


লিবিয়ার নির্বাচিত পার্লামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানের খবর নেয়ার কাজ সেরে পূর্বাঞ্চলীয় তোবরুক শহর থেকে বেনগাজিতে যাওয়ার পথে তারা নিখোঁজ হন। তাদের ফেরার পথটি ছিল জঙ্গি এলাকা দেরনার মধ্য দিয়ে। পূর্বাঞ্চলীয় বায়দা শহরে ওই সাংবাদিকদের লাশ পাওয়া গেছে। এ হত্যাকাণ্ডের জন্য আইএস জঙ্গিদেরকেই দায়ী করেছেন ওই এলাকার সেনা কমান্ডার ফারাজ আল বারাসি।


নিহতদের চারজন লিবিয়ার এবং একজন মিশরের সাংবাদিক। তারা বারকা টিভির রিপোর্টার হিসেবে কাজ করতেন।


(ঢাকাটাইমস/২৯এপ্রিল/জেবি)