logo ০২ মে ২০২৫
লেখক সাংবাদিক শাহীন চৌধুরীর জন্মদিন আজ
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২৯ এপ্রিল, ২০১৫ ১৯:২০:১৮
image


ঢাকা: পহেলা মে (শুক্রবার) কবি, লেখক, সাংবাদিক শাহীন চৌধুরীর ৪৭তম জন্মদিন।  ১৯৬৮-র এই দিনে তিনি মানিকগঞ্জ জেলার উত্তর আড়া গ্রামে জন্মগ্রহণ করেন। পিতা মরহুম সওদাগর আলী চৌধুরী এবং মাতা বেগম আম্বিয়া চৌধুরীর তিনি দ্বিতীয় পুত্র। ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তার শিক্ষা জীবন শুরু। সর্বশেষে ১৯৯২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে সম্মানসহ এম এ পাস করেন।

১৯৯১ থেকে তিনি সাংবাদিকতার সঙ্গে যুক্ত। দৈনিক জনপদ, আল মুজাদ্দেদ, আজকের আওয়াজ, আজকের কাগজ,  যায়যায়দিন, বার্তাসংস্থা ইউএনবি (বাংলা), শীর্ষ নিউজ ডটকম, দৈনিক স্বাধীনমত ও দৈনিক বর্তমানে তিনি গুরুত্বপূর্ণ পদে চাকরি করেছেন। বর্তমানে এবিনিউজ টোয়েন্টিফোর বিডি ডটকমের সম্পাদক। পেশাগত দায়িত্ব পালনের জন্য তিনি আমেরিকা, ইউরোপ, ইউকে, মধ্যপ্রাচ্যসহ পৃথিবীর ৩৫টি দেশ শতাধিকবার ভ্রমন করেছেন। তিনি জাতিসংঘ সাধারণ পরিষদ, এমডিজি সামিট, ওয়ার্ল্ড এনার্জি কংগ্রেস, সার্ক সামিটসহ বহু গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ইভেন্ট কাভার করেছেন।

তিনি জাতীয় প্রেসক্লাব, ঢাকা সাংবাদিক ইউনিয়ন, বিএফইউজে, ঢাকা রিপোর্টার্স ইউনিটি, পার্লামেন্ট জার্নালিস্ট এসোসিয়েশন, ফোরাম ফর এনার্জি রিপোর্টার্স বাংলাদেশ, বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরাম, ঢাকাস্থ মানিকগঞ্জ সমিতিসহ বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে জড়িত।

ছাত্র জীবন থেকেই তিনি লেখালেখিতে যুক্ত। তার প্রকাশিত বইয়ের মধ্যে রয়েছে- কাব্য: দু:সময়ে ভালোবাসা, সুনন্দা, উপন্যাস: বিবর্ণ প্রত্যাশা, প্রবাসিনী, ভ্রমন কাহিনী: গ্রেটওয়াল থেকে নায়াগ্রা, সিউল থেকে লংআইল্যান্ড, প্রবাস রিপোর্টিং: জাতিসংঘ ও লাইভ ওবামা, রাজনৈতিক গ্রন্থ: তত্ত্বাবধায়ক ব্যবস্থা ও নিনিয়ান স্টিফেন, প্রবন্ধ সংকলন: বিবর্তন, ফোক সংগ্রহ: দবির বয়াতির গান। এ ছাড়াও তিনি মানিকগঞ্জের লোকসাহিত্য দ্বিতীয় খন্ডে সহ লেখক হিসেবে কাজ করেছেন।

ইতিমধ্যেই তিনি নাট্যসভার শ্রেষ্ঠ সাংবাদিক পুরস্কার, দু‘দফা ডিআরইউ লেখক সম্মাননা, জাতীয় প্রেসক্লাব লেখক সম্মাননাসহ বহু পুরস্কার পেয়েছেন। রাজধানীর মোহাম্মদপুরের বাসিন্দা শাহীন চৌধুরীর ব্যাক্তিগত জীবনে স্ত্রী হেলেনা বিলকিস চৌধুরী ছাড়াও দুটি সন্তান রয়েছে।    

(ঢাকাটাইমস/৩০এপ্রলি/এএ/এআর/ ঘ.)